ক্যানসার জয়ী বাবাকে ভয় পাবে করোনা! রাকেশ রোশনের ওয়ার্ক আউট নিয়ে পোস্ট হৃতিকের
করোনার কাঁপুনিতে কার্যত ঘুম নেই দেশের। আসমুদ্রহিমাচল লকডাউন।
নয়াদিল্লি: করোনার কাঁপুনিতে কার্যত ঘুম নেই দেশের। আসমুদ্রহিমাচল লকডাউন। চিকিৎসকদের পরামর্শ, কোভিড-১৯-এর মোকাবিলায় বাড়িতে থেকেই কসরত করুন এবং সুস্থ থাকুন। ফিট থাকলে ইমিউনিটি বাড়বে, তাতে করোনার মতো মারণ ভাইরাসের মোকাবিলা তুলনায় সহজ হবে। সেই পরামর্শ মতো নিজেকে ফিট রাখতে বাড়িতেই ঘাম ঝড়াতে দেখা গেল প্রযোজক তথা পরিচালক রাকেশ রোশনকে। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর তারকা পুত্রে হৃতিক রোশন।
পড়ুন: লকডাউনে নিষেধ না মেনে রোজ সকালে ঘর থেকে বেরিয়ে ঘোরাঘুরি করেন বাবা! থানায় নালিশ ছেলের
ইনস্টা পোস্টে হৃতিক লেখেন, “এটাই হল আমার বাবা। কখনই হার মানেন না। এই সময়ে আমাদের এভাবেই সংকল্পবদ্ধ হয়ে লড়াই করা প্রয়োজন। এই বছরই বাবা ৭১-এ পা দেবেন। এরপরও রোজ ২ ঘণ্টা করে ওয়ার্ক আউট করেন। গত বছরই ক্যানসারকে হারিয়েছেন। আমার মনে হয় ভাইরাসও বাবাকে ভয় পাবে।”
ওয়ার্ক আউটের ভিডিও ইনস্টা অ্যাকাউন্টে পোস্ট করেছেন রাকেশ রোশন নিজেও। সেখানে তিনি লেখেন, “ষাটোর্ধ তকমা! এটাকে ভুল প্রমাণ করুন।”