এক্সপ্লোর
বিয়ে কবে? সাংবাদিকের প্রশ্নে ‘অট্টহাসি’ নেহা কক্করের
বিয়ের দিনক্ষণ নিয়ে নেহা কক্করকে প্রশ্ন করলে তিনি তা হেসে উড়িয়ে দেন।

ছবি- আদিত্য নারায়ণের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে।
নয়াদিল্লি: আদিত্য নারায়ণের সঙ্গে নেহা কক্করের বিয়ে কবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। নেট দুনিয়ার ‘হট টপিক’ থেকে পেজ থ্রি-র শিরোনাম, পাতার পর পাতা খরচ আর টেলিভিশনের এয়ার টাইম খুইয়েও জানা যায়নি নেহা এবং আদিত্য সত্যি সত্যিই বিয়ে করছেন কিনা। আর করলেও সেটা কবে? সম্প্রতি এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য। টিআরপি-র কারণেই এই ‘বিয়ে বিয়ে খেলাটা’ চালাতে হয়েছে, স্বীকার করে নিয়েছেন আদিত্য। এবার এই বিয়ের দিনক্ষণ নিয়ে নেহা কক্করকে প্রশ্ন করলে তিনিও তা হেসে উড়িয়ে দেন।
মুম্বইয়ে নেহাকে সামনে পেয়ে তাঁকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। সেই সময়ই পাপারাৎজিদের মধ্যে একজন নেহার উদ্দেশে প্রশ্ন করেন, ‘নেহাজি বিয়ে কবে করছেন?’ উত্তরে নেহা শুধু হাসেন। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















