মদের লাইনে মহিলারা! কটাক্ষ রামগোপাল ভার্মার, পাল্টা তোপ সোনা মহাপাত্রর
কেন্দ্রের মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাভেদ আখতার, মালাইকা অরোরা সহ বহু সেলেব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
মুম্বই: ফের শিরোনামে রামগোপাল ভার্মা। তাঁর ট্যুইট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। ট্যুইটের মাধ্যমে বলিউড পরিচালক সম্ভবত বোঝাতে চেয়েছেন, একদিকে মহিলারা মদের দোকানের লাইনে দাঁড়িয়ে, অন্যদিকে তাঁরাই আমার গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলছেন। এই নিয়ে রামগোপালকে কটাক্ষ করেছেন বলিউড গায়িকা সোনা মহাপাত্র।
কেন্দ্রের মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাভেদ আখতার, মালাইকা অরোরা সহ বহু সেলেব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের মতে, এর ফলে, দেশে গার্হস্থ্য হিংসার ঘটনা বৃদ্ধি পাবে। তাঁদের বিশ্বাস, মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত এবার মহিলা ও শিশুদের জন্য বিপজ্জনক প্রমাণিত হবে। কারণ, তাঁরা এখন ঘরের মধ্যে মদে বেসামাল, বেপরোয়া হয়ে ওঠা পুরুষের সামনে অসহায়তা ও নিরাপত্তাহীনতায় ভুগবেন।
কিন্তু, রামগোপাল এই তত্ত্বে সহমত নন। তিনি একটি ছবি শেয়ার করেন মাইক্রো-ব্লগিং সাইটে। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলা মদের দোকানে লাইনে দাঁড়িয়ে। সোমবার ওই ছবি পোস্ট করে ভার্মা লেখেন, দেখুন মদের দোকানের লাইনে কারা দাঁড়িয়ে। মাতাল পুরুষদের থেকে মহিলাদের রক্ষা করার জন্য এত কিছু!
Look who’s in line at the wine shops ..So much for protecting women against drunk men ???? pic.twitter.com/ThFLd5vpzd
— Ram Gopal Varma (@RGVzoomin) May 4, 2020
রামগোপালের এই দৃষ্টিভঙ্গি ভাল চোখে নেননি সোনা । তিনি জবাব দেন--
Dear Mr RGV,time for u to get into the line of people who desperately need a real education.1 that lets u understand why this tweet of yours reeks of sexism & misplaced morality.Women have a right to buy & consume alcohol just like men. No one has a right to be drunk & violent. https://t.co/5AUcTrAJrZ
— ShutUpSona (@sonamohapatra) May 4, 2020
অন্যরাও ভার্মার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। একজন লেখেন, এই এল এক নারীবিদ্বেষী। তাহলে, যদি কোনও মহিলা মদ্যপান করেন, তাঁকে হয়রান করা যায়! আরেকজন লেখেন,
Mr Varma are you suggesting women who drink should not complain when they face any abuse from men? Sick disgusting logic that can only come from an insecure man
— Madhumitha Natrajan (@MadhumithaNatr1) May 4, 2020
তবে, পরে সোনার ট্যুইটে জবাব দিয়েছেন আরজিভি। লিখেছেন,
Hey I think u misunderstood the intention behind that tweet ..I am the last person to be judgemental ..I meant it for the leaders who falsely presume that only men drink and abuse women in that state https://t.co/4DYJ6201j1
— Ram Gopal Varma (@RGVzoomin) May 5, 2020