করোনা আক্রান্ত ছিলেন না সুশান্ত সিংহ রাজপুত
আজ বিকেলেই মুম্বইয়ে সুশান্তর শেষকৃত্য সম্পন্ন হবে।

বান্দ্রা: অবসাদ থেকেই কি আত্মহত্যা? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? রবিবার সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে একাধিক প্রশ্ন। মাত্র ৩৪ বছরেই নায়কের মৃত্যু, বিষাদে বলিউড। কেন আত্মহত্যা? প্রশ্ন পরিবারেরও। একধাপ এগিয়ে খুনের মতো অভিযোগ তুলেছেন সুশান্তর পটনার বাড়ির প্রতিবেশী। এমনও প্রশ্ন ওঠে, করোনায় আক্রান্ত হননি তো সুশান্ত?
পড়ুন : পাত্রী ঠিক ছিল, নভেম্বরেই বিয়ে করতেন সুশান্ত সিংহ রাজপুত
মৃত্যুর কারণ নিয়ে ওঠা একাধিক প্রশ্নের উত্তর ক্রমশ প্রকাশ্য। ময়নাতদন্তের পর পুলিশও অনেকটা নিশ্চিত, সুশান্ত আত্মহত্যাই করেছেন। আরও একটি প্রশ্নের উত্তরও পাওয়া গিয়েছে। করোনায় সবথেকে ভয়াবহ অবস্থা মুম্বইয়ের। সেই মু্ম্বইয়ের বান্দ্রায় সাড়ে চার লক্ষ টাকা ভাড়া দিয়ে ফ্ল্যাটে থাকতেন তারকা। করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলেও, নিশ্চিতভাবে বলা যায় সুশান্ত সিংহ রাজপুত করোনা আক্রান্ত ছিলেন না।
লাইভ আপডেট : আজই সুশান্ত সিংহ রাজপুতের শেষকৃত্য, কুপার হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত শেষ
রবিবার দেহ উদ্ধারের পরই তা কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সেখানে ময়নাতদন্ত হয়। সুশান্ত করোনা আক্রান্ত হলে তাঁর দেহের ময়নাতদন্ত হত না। হাসপাতাল সূত্রের খবর, ময়নাতদন্তের আগেই সুশান্তর কোভিড পরীক্ষা হয়। রিপোর্ট ‘পজিটিভ’ হলে তারকার দেহের ময়নাতদন্ত হত না।
উল্লেখ্য, আজ বিকেলেই মুম্বইয়ে সুশান্তর শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই পটনা থেকে মুম্বই রওনা হয়েছেন সুশান্তর বাবা ও পরিবারের কয়েকজন। তারকার শেষ যাত্রায় সামিল হতে বান্দ্রায় সমবেত হয়েছেন বি-টাউনের কয়েকজন এবং তারকার বন্ধুবান্ধব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
