নানাকে ক্লিনচিট পুলিশের, বিরোধিতা করে আদালতে পিটিশন তনুশ্রীর, দাবি নার্কো টেস্টের
তদন্তে নানা পাটেকর নির্দোষ প্রমাণিত হন।
নয়াদিল্লি: ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে শ্যুটিং চলাকালীন নানা পাটেকর তাঁকে হেনস্তা করেন। এই অভিযোগই এনেছিলেন তনুশ্রী দত্ত। শুধু নানাই নন, অভিযোগ ছিল কোরিওগ্রাফার গণেশ আচার্য্য, প্রযোজক সামি সিদ্দিকি এবং পরিচালক রাকেশ সারঙের বিরুদ্ধেও। ২০১৮ সালে প্রত্যেকের বিরুদ্ধেই মামলা হয়। তদন্তে নানা পাটেকর নির্দোষ প্রমাণিত হন।
আরও পড়ুন: শ্লীলতাহানির মামলায় নানা পটেকরের বিচার করার তথ্যপ্রমাণ নেই, জানিয়ে দিল মুম্বই পুলিশ
অভিনেতার বিরুদ্ধে এমন কোনও তথ্যই পুলিশের হাতে আসেনি যা দিয়ে নানার বিরুদ্ধে চার্জশিট তৈরি করা যায়। যার ফলে নানা নির্দোষ প্রমাণিত হন। এবার পুলিশি তদন্তের বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করলেন তনুশ্রী দত্ত। নানা পাটেকরকে ক্লিনচিট দেওয়ার বিরোধিতা করে আন্ধেরির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা দাখিল করলেন তনুশ্রীর আইনজীবী নিতিন সাতপুতে। ওই পিটিশনে বলা হয়েছে, পুলিশ আদালতকে ‘মিথ্যা’ রিপোর্ট দিয়েছে। নানার বিরুদ্ধে এবং তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে নার্কো টেস্টের দাবিও জানানো হয়েছে ওই হলফনামায়। আরও একধাপ এগিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চকে তদন্তভার তুলে দেওয়ার দাবিও করা হয়।