সুশান্ত সিংহ: 'অসংবেদনশীল' মন্তব্য, ট্যুইটারে সমালোচিত চলচ্চিত্র সমালোচক
সুশান্তের মৃত্যুতে বলিউডের নিষ্ঠুর ও ক্ষমাহীন প্রকৃতির রূপটা প্রকট হয়ে ওঠে...
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে 'অসংবেদনশীল' মন্তব্যের জন্য বিতর্কে চলচ্চিত্র সমলোচক অনুপমা চোপড়া। ট্যুইটারে, প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে বলিউডে স্বজনপোষণকে সমর্থন করারও অভিযোগ তোলা হয় কঙ্গনা রানাউতের তরফে।
গত ১৪ তারিখ, মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন সুশান্ত সিংহ রাজপুত। তাঁর মৃত্যুর ফলে, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বিহ্বল হয়ে পড়ে। সুশান্তের মৃত্যুতে বলিউডের নিষ্ঠুর ও ক্ষমাহীন প্রকৃতির রূপটা প্রকট হয়ে ওঠে।
চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া একটি পোস্ট নিজের ট্যুইটারে শেয়ার করে লেখেন, "রাজপুত নিঃশব্দে চলে যাওয়া বেছে নিল..."।
Rajput chose to pass away quietly. The least we can do is hush our bickering and curiosity, while mourning with a quiet that matches his - @shreevatsa_n requesting grace in a particularly brutal & graceless week. Let’s replace the witch hunt with empathy! https://t.co/SxbW2MOYZS
— Anupama Chopra (@anupamachopra) June 21, 2020
এই পোস্টে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে টিম কঙ্গনা রানাউতের তরফে বলা হয়, আপনি ও রাজীব মসন্দ সর্বদা স্বজনপোষণ মাফিয়াদের সমর্থনে ঝাঁপিয়ে পড়েন। একইসঙ্গে আপনারা দুজনই বহিরাগতদের শেষ করতে তৎপর থাকেন। ফলে, আপনার থেকে কোনও জ্ঞান শুনতে চাই না।
Anupama Chopra ji, you and Rajeev masand always jump to whitewash nepotism mafia but you both equally participate in the witch hunting of outsiders & open killing, we don’t need gyan from you, so you can STFU ...” https://t.co/GANcfkxkZG
— Team Kangana Ranaut (@KanganaTeam) June 22, 2020
অন্যরা লেখেন....
You really don’t realise how triggering these words are, I feel sick to my stomach thinking someone can say what you have.. the words CHOSE and QUIETLY are spinning in my mind.. wth man WTH! You entitled, elitist folk really have no clue, do you.....New low!
— Preeti Ishaqzaadi (@Ishaqzaadiii) June 21, 2020
She's talking like suicide is a choice people make like to select which flavour of popcorn. Hon the one who commits suicide if doesn't succeed is answerable to the court of law. And the people responsible are answerable for that. There's nothing quiet about it
— Vj (@vijeyata292) June 22, 2020
How much did they pay you to write this anupama? Trying to deviate the anger of public?? He deserves justice, and Bollywood needs to be taught a lesson!!
— anu 🇮🇳 (@serendipity0405) June 21, 2020
All the PR agents are crawling out of their hole for damage control. #SushantSinghRajput #Pinkvilla
— EkChidiya (@mainamausi) June 21, 2020
"Passed away quietly?" What kind of statement is that???? "U could've chosen to stay quiet on this issue instead". Sorry to say, You lost my respect ma'am!
— Sai Kiran (@saikiran819916) June 21, 2020