এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশের বনমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করতে পারেননি, বন্ধ হয়ে গেল বিদ্যা বালনের শ্যুটিং!
মধ্যপ্রদেশের এক বনাঞ্চলে কিছু দৃশ্য শ্যুট করার কথা ছিল 'শেরনি' ছবির। কিন্তু গাড়ি ঢুকতে গেলেই বাধা দেন বালাঘাটের জেলা বনাধিকারিক।
ইনদৌর: মধ্যপ্রদেশের বনমন্ত্রীর আমন্ত্রণে 'না'। আর সে কারণেই বনাঞ্চলে শ্যুটিং বাতিল করে দেওয়া হল বিদ্যা বালানের। মন্ত্রীর যদিও পাল্টা অভিযোগ তাঁকেই বরং নৈশভোজ বা দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। শ্যুটিংয়ে অনুমতি না দেওয়ার অভিযোগও খারিজ করে দিয়েছেন বনমন্ত্রী।
দু'সপ্তাহ ধরে মধ্যপ্রদেশই ঠিকানা বিদ্যা বালানের। সেখানে 'শেরনি' ছবির শ্যুটিং চলছে। কোভিড পর্বে এটাই বিদ্যা বালনের প্রথম কাজ। মধ্যপ্রদেশের এক বনাঞ্চলে কিছু দৃশ্য শ্যুট করার কথা ছিল 'শেরনি' ছবির। কিন্তু গাড়ি ঢুকতে গেলেই বাধা দেন বালাঘাটের জেলা বনাধিকারিক। সাফ জানিয়ে দেওয়া হয়, দুটির বেশি গাড়ি ঢুকতে পারবে না। ফলে বাতিল করতে হয় শুটিং।
কিন্তু কেন এমন হল? সূত্রের খবর ছবির মুখ্য ভূমিকায় থাকা বিদ্যা বালানকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বনমন্ত্রী বিজয় শাহ। কিন্তু সে আমন্ত্রণ রক্ষা করতে রাজি হননি বিদ্যা বালান। একাংশের মতে তারই ফলসরূপ বনাঞ্চলে শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি ’শেরনি‘ ছবির টিমকে।
বনমন্ত্রী বিজয় শাহ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, 'আমি বালাঘাটে ছিলাম। আমাকে দুপুরে বা রাতে খেতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। আমি জানিয়ে দিই আমার পক্ষে সম্ভব নয়। আমি যখন মহারাষ্ট্রে যাব, তখন দেখা করব। লাঞ্চ বা ডিনার বাতিল করা হয়েছে। ছবির শ্যুটিং নয়।' ওই মন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই একথা জানিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement