Mumbai Rave Party: আটক বলিউড সুপারস্টারের ছেলে, মুম্বইয়ের প্রমোদতরীর রেভ পার্টিতে কীভাবে হানা দেন NCB অফিসাররা?
কীভাবে কর্ডেলিয়া নামে ওই প্রমোদতরীতে হানা দেওয়ার পরিকল্পনা করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো?
কলকাতা: ইতিমধ্যেই জানা গিয়েছে যে, গতকাল মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে, মাঝ সমুদ্রে কর্ডেলিয়া নামে ওই প্রমোদ তরীতে চলছিল রেভ পার্টি। সেখানে হানা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসাররা। বলিউডের (Bollywood) নামী অভিনেতার ছেলে-সহ ৮ জনকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, চরস, এমডিএম-এর মতো মাদক। সেখান থেকেই আটক করা হয়েছে বলিউডের নামী অভিনেতার ছেলেকে। তাঁর সঙ্গে মাদক যোগ রয়েছে। এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন - Mumbai Rave Party: মাদক-যোগে আটক বলিউডের নামী অভিনেতার ছেলে
কীভাবে কর্ডেলিয়া নামে ওই প্রমোদতরীতে হানা দেওয়ার পরিকল্পনা করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো?
এনসিবি-র এক কর্তা জানিয়েছেন যে, কিছুদিন আগেই তাঁদের কাছে খবর আসে মুম্বই থেকে গোয়া যাওয়ার ক্রুজে রেভ পার্টি হওয়ার। এরপরই সেখানে সাধারণ যাত্রী সেজে পৌঁছে যান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, এনসিবির এক অফিসার জানিয়েছেন যে, পার্টিতে তাঁরা অনেককেই মাদক সেবন করতে দেখেন। প্যান্টের সেলাইয়ের মধ্যে, মহিলাদের হাত ব্যাগের হ্যান্ডলের মধ্যে, অন্তর্বাসের সেলাইয়ে মধ্যে এবং জামার কলারের সেলাইয়ের মধ্যে মাদক লুকিয়ে রাখা হয়েছে দেখেন তাঁরা। সমস্ত তথ্য সংগ্রহ এবং যাচাই করার পরই সেখানে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেন তাঁরা।
আরও পড়ুন - সামান্থা-নাগার বিচ্ছেদের খবরে ভারাক্রান্ত মনে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কিংবদন্তি নাগার্জুন?
আরও জানা গিয়েছে, কর্ডেলিয়া নামে প্রমোদতরী যখন মাঝ সমুদ্রে পৌঁছয়, তখনই শুরু হয় মাদক পার্টি। মাদক পার্টির সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের ধারণা ছিল, মাঝ সমুদ্রে পুলিশের কোনও ভয় থাকবে না বলে। ওই পার্টি এতটাই বিলাসবহুল ছিল যে, পার্টিতে প্রবেশ করার মূল্যই ছিল ৮০ হাজার থেকে ৫ লক্ষ টাকা। ২ হাজার মানুষ ধরলেও সেখানে ১ হাজারের কম ব্যক্তি উপস্থিত ছিলেন পার্টিতে। বিলাসবহুল পার্টিতে অতিথিদের আমন্ত্রন জানানো হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মের মারফত। যেখানে নানারকম আকর্ষণীয় উপহারের মাধ্যমে আকৃষ্ট করা হয় যাত্রীদের।