এক্সপ্লোর
Advertisement
সমস্ত বিতর্কের অবসান, ইউটিউবে মুক্তি পেল প্রত্যুষার শর্ট ফিল্ম ‘হম কুছ কহে না সকে’
মুম্বই: আদালতের নির্দেশের পরও ইউটিউবে মুক্তি পেল টেলি সিরিয়াল ‘বালিকা বধূ’ খ্যাত মৃত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত শেষ স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘হম কুছ কহে না সকে’। প্রত্যুষার বন্ধু কাম্য পঞ্জাবী তাঁর টুইটার পেজে এই ইউটিউব লিঙ্কটি শেয়ার করেছেন।
প্রসঙ্গত, গত বছর পয়লা এপ্রিল নিজের অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেছিলেন প্রত্যুষা। দিন কয়েক আগে তাঁর বান্ধবী কাম্য জানান যে, মৃত্যুর মাস দেড়েক আগে ‘হম কুছ কহে না সকে’ নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছিলেন প্রত্যুষা। সিনেমাটি প্রত্যুষার প্রথম মৃত্যুবার্ষিকীতে রিলিজ করবেন বলেও জানান কাম্য। তাঁর দাবি ছিল, প্রত্যুষার জীবন অবলম্বনেই তৈরি হয়েছিল সিনেমাটি। সিনেমার প্রোমোও রিলিজ করা হয় গত ২৭ মার্চ। প্রমো মুক্তির সঙ্গে সঙ্গে সেটি মারাত্মক জনপ্রি.ও হয়ে যায়। এদিকে সিনেমার মুক্তি রুখতে আদালতের দ্বারস্থ হন প্রত্যুষার প্রাক্তন বয়ফ্রেন্ড অভিনেতা-প্রযোজক রাহুল রাজ সিংহ। প্রসঙ্গত, আদালতে রাহুলের বিরুদ্ধে প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মামলা চলছে। রাহুলের আইনজীবীর দাবি ছিল, এই ছবি মুক্তি পেলে সেই মামলার শুনানিতে প্রভাব পড়তে পারে। এই মর্মেই আদালতে আর্জি জানিয়ে সিনেমার মুক্তির ওপর স্থগিতাদেশ জানিয়ে একটি পিটিশন দাখিল করেন রাহুলের আইনজীবী। শুক্রবার ওই পিটিশনের রায়েই বম্বে নগর দায়রা আদালতের নির্দেশ দেয় ওই সিনেমার মুক্তি পয়লা এপ্রিল হবে না।কিন্তু ছবিটির লিঙ্ক নিজের টুইটার পেজে দিয়ে দেন কাম্য। ১৮.৪৫ মিনিটের স্বপ্ল দৈর্ঘ্যের এই ছবির সঙ্গে রাহুল-প্রত্যুষার জীবনের ঘটে যাওয়া ঘটনার মারাত্মক মিল পাওয়া গেছে। মূলত ছবির শেষে চরিত্র দুটির মধ্যে যে বিষয় নিয়ে অশান্তি হয়, সেরকমই কিছু রাহুল-প্রত্যুষার জীবনেও ঘটেছিল। এবং এরপরই আত্মহত্যা করেন প্রত্যুষা। যদিও ছবিতে শালু ওরফে প্রত্যুষা আত্মহত্যা করেননি। দেখুন সেই স্বল্প দৈর্ঘ্যের ছবিটিhttps://t.co/ehuV7RlgVp here it is!!! https://t.co/ufk9NxB1Wp
— Kamya Punjabi (@iamkamyapunjabi) April 1, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement