এক্সপ্লোর
Advertisement
আদালত অবমাননার মামলা পরিচালকের বিরুদ্ধে,আইনি বেড়াজালে অমিতাভের ছবি 'ঝুন্ড'
অ্যামাজন প্রাইম ও ’ ঝুন্ড‘ ছবির পরিচালক নাগরাজ মঞ্জুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন হায়দরাবাদের চিত্র পরিচালক নন্দী চিন্নি কুমার।এই ছবির মূল চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন।
হায়দরাবাদ: অ্যামাজন প্রাইম ও ’ ঝুন্ড‘ ছবির পরিচালক নাগরাজ মঞ্জুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন হায়দরাবাদের চিত্র পরিচালক নন্দী চিন্নি কুমার।এই ছবির মূল চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন।
’ঝুন্ড‘ নামের হিন্দি ছবিটির নির্মাতাদের সঙ্গে অ্যামাজন প্রাইম কর্তৃপক্ষ চুক্তি সই করেছেন। তাদের ওটিটি প্ল্যাটফর্মে ছবিটির স্ক্রিনিং ও আপলোড করার জন্য এই চুক্তি। নন্দী চিন্নি কুমারের অভিযোগ এই চুক্তি করা মানেই হাইকোর্ট ও ট্রায়াল কোর্টের নির্দেশ অমান্য করা। সেই জন্য তিনি আদালত অবমাননার মামলা দায়ের করেছেন।
চলচ্চিত্র নির্মাতা কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই ’ঝুন্ড‘ এর নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। নয় নভেম্বর ঝুন্ড-এর নির্মাতাদের পাল্টা আবেদন করতে বলেছে সিটি কোর্ট।
গণ্ডগোলের মূলে ছবির কাহিনী। চিত্র পরিচালক নন্দী চিন্নি কুমারের বক্তব্য ২০১৭ সালের নভেম্বরে অখিলেশ পালের উপরে ছবি করার সত্ত্ব কিনেছিলেন একমাত্র তিনি। ছবিটির নামও ঠিক হয়েছিল স্লাম সকার। 'ঝুন্ড' বলে যে ছবিটি নাগরাজ মঞ্জুল করেছেন সেটি অখিলেশ পালের কোচ বিজয় বার্সের উপর। 'ঝুন্ড' ছবির পরিচালক মঞ্জুলে ও প্রযোজক সবিতা রাজ ও টি সিরিজের ভাইস প্রেসিডেন্ট শিব চানানা তাঁকে জানিয়েছিলেন তাঁরা এই ছবিটি করার সত্ত্ব কিনেছেন অখিলেশ পালের কাছ থেকে।
এই বিষয়ে আপত্তি জানিয়ে কুমার বলেছেন, ’’অখিলেশ আমাকে তিনটি নো অবজেকশন শংসাপত্র দিয়েছেন। সেখানে তিনি স্পষ্টই জানিয়েছেন, তিনি নাগরাজ মঞ্জুলেকে কোনও সত্ত্ব বিক্রি করেননি বা এ বিষয়ে ছবি করার কোনও অনুমতিও দেননি। এই বিষয়ে ছবি করার একমাত্র অধিকার আমার।‘‘
কুমারের দাবি এ সংক্রান্ত তাঁর যাবতীয় ইমেল, ফোন কপিরাইট লঙ্ঘনের অভিযোগে কোনও উত্তর না পাওয়াতেই ১৩ মে কুকটপল্লী আদালতের দ্বারস্থ হন তিনি। ১৭ সেপ্টেম্বর আদালত জানিয়ে দেয় ভারতে বা বিদেশে কোথাও এ সিনেমাটি এখন দেখানো যাবে না। নেটফ্লিক্স ও অ্যামাজনকে ছবিটি দেখানোর ক্ষেত্রে নিষেধ করা হয়।
টি সিরিজ ও পরিচালক নাগরাজ মঞ্জুলে ট্রায়াল কোর্টের আদেশের বিরুদ্ধে তেলঙ্গনা হাইকোর্টে যান।১৯ অক্টোবর তাদের আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।
টি সিরিজ ও পরিচালক নাগরাজ মঞ্জুলে সুপ্রিম কোর্টে লিভ পিটিশনও দায়ের করেন। তার শুনানির দিন এখনও আসেনি। ইতিমধ্যে কুমার জানতে পারেন অ্যামাজন প্রাইম কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সইয়ের কথা। এটি আদালত অবমাননা বলেই মনে করেন হায়দারবাদের পরিচালক চিন্নি কুমার।
এই ছবির মূল চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। ’ঝুন্ড‘ ছবির কাহিনী নাগপুরের অখ্যাত গ্রামে জন্ম নেওয়া অখিলেশ পালকে ঘিরে। যিনি প্রবলভাবে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। কিন্তু ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা, টান তাঁর জীবনকে বদলে দেয়। হোমলেস ওর্য়াল্ড কাপে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন এই অখিলেশ পাল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement