Iman Chakraborty Birthday: জন্মদিনে সুখবর! ইমনের গলায় শোনা যাবে কালিকাপ্রসাদের অপ্রকাশিত লোকগীতি
Roktobeej News: এবার পুজোয় আসছে নন্দিতা-শিবপ্রসাদের প্রথম থ্রিলার 'রক্তবীজ'। এই ছবিতে পুজোর প্রত্যেকটা দিনকেই তুলে ধরা হয়েছে। আর বিসর্জনের দিনে রয়েছে একটি গান, যেটা শোনা যাবে ইমন চট্টোপাধ্যায়ের কন্ঠে
কলকাতা: আজ সঙ্গীতশিল্পী ইমন চট্টোপাধ্যায়ের (Iman Chatterjee)-র জন্মদিন। আর বিশেষ এই দিনের উদযাপন শুরু হয়েছিল গতকাল থেকেই। আর আজ, শিল্পীর জন্মদিনে, নতুন ছবি 'রক্তবীজ' (Roktobeej)-এ তাঁর নতুন গানের খবর দিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)। নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboproshad Mukherjee)-র আগামী ছবি 'রক্তবীজ'-এ 'দোহার'-এর সঙ্গে একটি গান গেয়েছেন ইমন।
এবার পুজোয় মুক্তি পাচ্ছে নন্দিতা-শিবপ্রসাদের প্রথম থ্রিলার 'রক্তবীজ'। এই ছবিতে পুজোর প্রত্যেকটা দিনকেই তুলে ধরা হয়েছে। আর বিসর্জনের দিনে রয়েছে একটি গান, যেটা শোনা যাবে ইমন চট্টোপাধ্যায়ের কন্ঠে। এই গানটি শিল্পী কালিকাপ্রসাদের জ্যেঠুর লেখা ও 'দোহার' দলের সঙ্গে এই গানটি রেকর্ড করেছেন ইমন। সদ্য কালিকাপ্রসাদের জন্মদিন গিয়েছিল, আর সেদিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিবপ্রসাদ জানিয়েছিলেন, রক্তবীজ-এ থাকবে কালিকাপ্রসাদের ছোঁয়া লাগা অপ্রকাশিত একটি গান। সেই গানটিই শোনা যাবে ইমনের গলায়।
এই গানটি প্রসঙ্গে ইমন বলছেন, 'দীর্ঘদিন ধরেই দোহারের সঙ্গে কাজ করার কথা ছিল আমার। এই গানটা গাওয়ার যে সুযোগ পেয়েছি, তার জন্য দোহারকে অনেক ধন্যবাদ। আর শিবুদা আর নন্দিতাদির কথা তো আলাদা করে কিছু বলারই নেই। এই কালিকাপ্রসাদের জ্যাঠামশাইয়ের লেখা একটি লোকগীতি, 'জয় জয় বিজয়া গমন।' বিজয়ার গানে যেমন আনন্দ থাকে, অন্যদিকে মিশে থাকে মনখারাপও। সব মিলিয়ে গানটি ভীষণ সুন্দর। খুব মজা করে রেকর্ড করেছি গানটা। 'রক্তবীজ'-এ কাজের সুযোগ পেয়ে ভাল লাগছে।'
এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya), দেবলীনা কুমার (Debleena Kumar) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)।
সদ্য, কালিকাপ্রসাদের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদ লিখেছিলেন, কালিকাপ্রসাদ ভট্টাচার্য। কালিকাপ্রসাদের সঙ্গে আমার পরিচয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তারপর কর্মসূত্রে অনেক জায়গায় দেখা হয়েছে। কিন্তু প্রথমবার আমরা কাজ করেছি প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে 'রসগোল্লা' সিনেমায়। আর দ্বিতীয়বার কাজ করতে চলেছি 'রক্তবীজ' সিনেমাতে। কালিকাদা না থাকলেও তার দল, তার সৃষ্টি 'দোহার' আমাদের সঙ্গে রয়েছে। রক্তবীজ-এ থাকবে কালিকাদার সঙ্গীতের ছোঁয়া। থাকবে তার অপ্রকাশিত গান।ওঁদের পরিবারের গানের সম্পদ। আশা করব আরো একবার তাঁর গানের ছোঁয়া, তাঁর সঙ্গীতের ব্যাপ্তি বাঙালি মননে রক্তবীজের মাধ্যমে ছড়িয়ে দিতে পারব।' আর সেই গানই শোনা যাবে ইমনের গলায়।
আরও পড়ুন: Shaheb Chattopadhyay: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মাত্র ৩ দিনের মধ্যে প্রয়াত সাহেব চট্টোপাধ্যায়ের বোন