এক্সপ্লোর
চিনে ‘কাবিল’-এর প্রচারে গিয়ে জ্যাকি চ্যানের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত হৃত্বিক
বেজিং শহরে হৃত্বিকের অনুরাগীরা পোস্টার ও ছবি নিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। তাঁরা হৃত্বিকের সঙ্গে সেলফিও তোলেন। অনুরাগীদের অটোগ্রাফের আবদারও মেটান অভিনেতা। ‘কাবিল’ সিনেমার প্রোমোশনে এসে হৃত্বিক প্রবীণ অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের সঙ্গেও দেখা করেন।

বেজিং: চিনের প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পাবে হৃত্বিক রোশনের ‘কাবিল’ সিনেমা। তার আগে ছবির প্রিমিয়ারের জন্য বেজিং গিয়েছেন হৃত্বিক রোশন। চিনের বিমানবন্দরে তাঁর অনুগামীরা তাঁকে স্বাগত জানান। চিনের অনুরাগীরা হৃত্বিকের নাম দিয়েছেন ‘দা শুয়াই’।
বেজিং শহরে হৃত্বিকের অনুরাগীরা পোস্টার ও ছবি নিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। তাঁরা হৃত্বিকের সঙ্গে সেলফিও তোলেন। অনুরাগীদের অটোগ্রাফের আবদারও মেটান অভিনেতা।
‘কাবিল’ সিনেমার প্রোমোশনে এসে হৃত্বিক প্রবীণ অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের সঙ্গেও দেখা করেন। আর সেই সাক্ষাত্কারের ছবি হৃত্বিক তাঁর অনুরাদীগের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লিখেছেন, জ্যাকি চ্যানের সঙ্গে দেখা করাটা একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা, অনেক কিছু শেখা দেল, অসাধারণ অনুভূতি, অনুপ্রাণিত।
হৃত্বিক ইতিমধ্যেই চিনের সিনে-প্রেমীদের মনে গভীর ছাপ ফেলেছেন। আগামী ৫ জুন চিনে ‘কাবিল’ মুক্তি পাবে। প্রিমিয়ার ২ জুন।
ভারতের বক্স অফিসে ৮৬ কোটি টাকা আয় করে ‘কাবিল’ ইতিমধ্যেই ব্লকবাস্টার হিট সিনেমা হিসেবে গন্য হয়েছে। সিনেমায় ইয়ামি গৌতমও রয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
