India’s Got Latent: নাম জড়িয়েছে বিতর্কে, 'বড় কাজ' খোয়ালেন এই ইনফ্লুয়েন্সার
Apoorva Mukhija: কমেডিয়ান সময় রায়নার ইউটিউব শো India’s Got Latent নিয়ে বেশ কিছুদিন ধরেই তুঙ্গে রয়েছে বিতর্ক। এই শো- এর যে এপিসোড নিয়ে বিতর্ক, সেখানেই প্যানেলিস্ট হিসেবে হাজির ছিলেন অপূর্বা মখিজা।

India's Got Latent: বিতর্কে নাম জড়িয়েছে আগেই। এবার বড় সুযোগ হাতছাড়া হল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মখিজার। এই ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর ইনস্টাগ্রামে জনপ্রিয় 'দ্য রেবেল কিড' নামে। রাজস্থান ট্যুরিজম আইআইএফএ- এ সঙ্গে একত্রিত হয়ে (কোলাবরেশনে) একটি 'ট্রেজার হান্ট শ্যুটিং' করছিল। সেখানে প্রচারক অর্থাৎ প্রোমোটার হিসেবে নাম ছিল অপূর্বার। সেখান থেকেই এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের নাম সরিয়ে দেওয়া হয়েছে। কমেডিয়ান সময় রায়নার ইউটিউব শো India’s Got Latent নিয়ে বেশ কিছুদিন ধরেই তুঙ্গে রয়েছে বিতর্ক। এই শো- এর যে এপিসোড নিয়ে সমালোচনার ঝড় বইছে দেশের সর্বত্র, সেই এপিসোডেই প্যানেলিস্ট হিসেবে হাজির ছিলেন অপূর্বা মখিজা। যদিও বিতর্কের উৎস বিয়ারবাইসেপস অর্থাৎ রণবীর এলাহাবাদিয়ার মন্তব্য ঘিরেই, কিন্তু সেই সূত্রে নাম জড়িয়েছে অপূর্বারও। এমনকি তাঁর নামে দায়ের হয়েছে অভিযোগ। অন্যদিকে আবার সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ এবং মৃত্যুর হুমকিও পেয়েছেন অপূর্বা মখিজা।
আনুষ্ঠানিক বিবৃতিতে রাজস্থানের পর্যটন দফতরের তরফে নিশ্চিত করা হয়েছে যে আইআইএফএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির তরফে আইআইএফএ প্রোমোটারদের তালিকা থেকে অপূর্বা মখিজার নাম সরানো হয়েছে। আইআইএফএ এবং রাজস্থান ট্যুরিজমের যে কর্মসূচি নিয়ে অপূর্বার প্রচার করার কথা ছিল সেই ক্যাম্পেন থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি উদয়পুর পৌঁছনোর কথা ছিল অপূর্বার। সেখানে সিটি প্যালেস, আমরাই ঘাট এবংপিচোলা লেকে একটি প্রোমোশনাল ট্রেজার হান্ট শ্যুটিং করার কথা ছিল তাঁর। অভিনেতা আলি ফজলের সঙ্গে শ্যুটিং করার কথা ছিল অপূর্বার। কিন্তু India’s Got Latent বিতর্কের মাঝে শ্যুটিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই কনটেন্ট ক্রিয়েটরের নাম।
কেন অপূর্বার নাম সরানো হয়েছে সেই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি। তবে অনুমান করা হচ্ছে, India’s Got Latent বিতর্ক এবং রাজস্থানে অপূর্বার উপস্থিতি পরিস্থিতি বিপজ্জনক করে তুলতে পারে, সেই ভেবেই নাম সরিয়ে দেওয়া হয়েছে অপূর্বা মখিজার। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি রাজস্থানের কোটা-তে India’s Got Latent বিতর্ক নিয়ে একটি মামলা দায়ের হয়েছে। ইউটিউবের এই শো-তে অপূর্বার যুক্ত থাকা নিয়ে ঘোর বিরোধিতা করেছে রাজপুত কার্নি সেনা। এই সংগঠনের উদয়পুরের প্রধান ডক্টর পরমেশ্বর সিং দুলাওয়াত জানিয়েছেন, নিজেদের সুপারস্টার তৈরি করতে যাঁরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও প্রকাশ করে তাঁদের মেওয়ারের ভূমিতে কোনওভাবেই সহ্য করা হবে না।
আরও পড়ুন- ধর্ষণ-মৃত্যুর হুমকি India's Got Latent বিতর্কে নাম জড়ানো অপূর্বা মখিজাকে !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
