TMC News: লন্ডনে মুখ্যমন্ত্রীকে হেনস্থা, কলকাতা থেকে সিঙ্গুর-প্রতিবাদ-বিক্ষোভ তৃণমূলের
ABP Ananda Live: লন্ডনে মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে পাল্টা পথে মহিলা তৃণমূল। কলকাতা থেকে সিঙ্গুর-প্রতিবাদ-বিক্ষোভ। সিঙ্গুর থেকে কেন গেল টাটারা? কেলগ কলেজে শিল্পায়ন নিয়ে বলার সময় হঠাৎ উঠল প্রশ্ন! টাটা, কগনিজেন্ট আছে বলে পাল্টা দাবি মুখ্যমন্ত্রীর। কেলগ কলেজকাণ্ডের মধ্যেই চাকরির দাবিতে ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জলকামান, কাঁদানে গ্যাস।
শিলিগুড়িতে DYFI-এ মিছিলে উত্তেজনা। মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড রাস্তায় বসে বিক্ষোভ DYFI সমর্থকদের। কেলগ কলেজকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে শিলিগুড়িতে পথে DYFI। পুলিশের সঙ্গে বচসা DYFI কর্মীদের। পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ DYFI-র। বেকার বিরোধী দিবসে সিপিএমের যুব সংগঠনের উত্তরকন্যা অভিযানের ডাক। উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।


















