Jukti Takko: 'বাংলায় এখন ভেদাভেদের রাজনীতি চলছে', বললেন নন্দিনী ভট্টাচার্য
ABP Ananda Live: 'যে সৌজন্যতা রাজনীতি থেকে হারিয়ে গেছে, তা সমাজকর্মীদের মধ্যে আছে। বাংলায় এখন ভেদাভেদের রাজনীতি চলছে। সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ফিরছেন, আমরা হিন্দু-মুসলিম করছি। সাংসদ, বিধায়কদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। উন্নয়ন, ভবিৎষত, কর্মসংস্থান নিয়ে কোনও আলোচনা নেই। রাজনৈতিক নেতাদের আদর্শ নেই, শুধু সুবিধাবাদ বোঝেন। ' বললেন নন্দিনী ভট্টাচার্য ।
শিলিগুড়িতে DYFI-এর মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড, রাস্তায় বসে বিক্ষোভ সমর্থকদের
শিলিগুড়িতে DYFI-এ মিছিলে উত্তেজনা। মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড। রাস্তায় বসে বিক্ষোভ DYFI সমর্থকদের। কেলগ কলেজকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে শিলিগুড়িতে পথে DYFI। পুলিশের সঙ্গে বচসা DYFI কর্মীদের। পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ DYFI-র। বেকার বিরোধী দিবসে সিপিএমের যুব সংগঠনের উত্তরকন্যা অভিযানের ডাক । উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।


















