Hansika Motwani: পরশু বিয়ে, তার আগে প্রকাশ্যে হংসিকার মেহেন্দির ছবি ও ভিডিও
Hansika Motwani Wedding: রাজস্থানের জয়পুরে বিয়ে করছেন অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন হৃত্বিক রোশনের ছবির শিশুশিল্পী।
মুম্বই: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী হংসিকা মোতওয়ানে (Hansika Motwani)। আগামী পরশু তাঁর বিয়ে। তার আগে প্রকাশ্যে এলো তাঁর মেহেন্দির ছবি। রাজস্থানের জয়পুরে বিয়ে করছেন অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন হৃত্বিক রোশনের ছবির শিশুশিল্পী।
">
হংসিকা মোতওয়ানের মেহেন্দির ছবি-
এদিন নেট দুনিয়ায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, দুহাতে মেহেন্দি করে বসে রয়েছেন হংসিকা মোতওয়ানে। তাঁর পাশে রয়েছেন তাঁর হবু স্বামী সোহেল কাঠুরিয়া। অভিনেত্রীর ফ্যান ক্লাবের পক্ষ থেকে মেহেন্দির ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।
">
আরও পড়ুন - New Bengali Serial: পোশাক নয় মেধাই আসল, 'বাংলা মিডিয়াম' বলবে ইন্দিরাদের গল্প
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছেন হংসিকা মোতওয়ানে। ছোট পর্দার একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। 'সাকা লাকা বুম বুম', 'কিউকি সাস ভি কভি বহু থি', 'সোন পরী'র মতো ধারাবাহিকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। হৃত্বিক রোশনের 'কোই মিল গয়া' ছবিতে তিনি নজর কাড়েন। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে 'আপ কা সুরুর', 'মানি হ্যায়তো হানি হ্যায়' ছবিতে। বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও নিজের পরিচিতি স্থাপন করে ফেলেছেন। একাধিক দক্ষিণী ভাষার ছবিতে দেখা গিয়েছে হংসিকাকে।
">
">