International Emmy Awards 2021: এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত নওয়াজউদ্দিন সিদ্দিকি, সুস্মিতা সেন এবং বীর দাস
নওয়াজউদ্দিন সিদ্দিকির অনুরাগীদের জন্য বিষয়টা সোনায় সোহাগা। তার কারণ, তিনি এককভাবে সেরা অভিনেতা বিভাগেও মনোনীত হয়েছেন নেটফ্লিক্সের মুভি 'সিরিয়াস মেন'-এর জন্য।
মুম্বই: নওয়াজউদ্দিন সিদ্দিকি, (Nawazuddin Siddiqui) বীর দাস (Vir Das) এবং সুস্মিতা সেনের (Sushmita Sen) অনুরাগীদের জন্য অত্যন্ত সুখবর। কারণ, তাঁদের অভিনয় ইতিমধ্যেই এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের ওয়েব সিরিজ 'আরিয়া' ২০২১-এর আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের (International Emmy Awards 2021) জন্য মনোনীত হয়েছে। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে। নওয়াজউদ্দিন সিদ্দিকির অনুরাগীদের জন্য বিষয়টা সোনায় সোহাগা। তার কারণ, তিনি এককভাবে সেরা অভিনেতা বিভাগেও মনোনীত হয়েছেন নেটফ্লিক্সের মুভি 'সিরিয়াস মেন'-এর জন্য।
আরও পড়ুন - Shahrukh Khan Update: শাহরুখ খানের সঙ্গে রাজকুমার হিরানির ছবির কাজ কতদূর এগোলো?
২০১০-এ প্রকাশিত মানু জোসেফের 'সিরিয়াস মেন' উপন্যাস অবলম্বনেই পরিচালক সুধীর মিশ্র এই ছবিটি পরিচালনা করেন। এই ছবিতে দেখানো হয়েছে সমাজের জাতিভেদ। আর সেই জাতিভেদের বিরুদ্ধেই ছবির মাধ্যমে সচেতনতা গড়তেই বার্তা দিতে চেয়েছেন পরিচালক সুধীর মিশ্র।
অন্যদিকে, সুস্মিতা সেনের ডিজনি প্লাস হটস্টারের 'আরিয়া' সিরিজের পরিচালনা করেছেন রাম মাধবনী। সেরা ড্রামা সিরিজ বিভাগে প্রথম চারটি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে 'আরিয়া'। এই বিভাগে সুস্মিতা সেনের 'আরিয়া' ছাড়া বাকি তিনটি মনোনীত ছবি হল, চিলির 'এল প্রেসিডেন্টে', ইজরায়েলের 'তেহেরান' এবং ইংল্যান্ডের জনপ্রিয় 'দেয়ার সি গোজ সিজন টু'। আরিয়া নিজেও জনপ্রিয় ডাচ ছবির রিমেক। ডাচ ক্রাইম থ্রিলার 'পেনোজা' থেকেই রিমেক করা হয়েছে 'আরিয়া'। 'আরিয়া'-তে সুস্মিতা সেন মূখ্য চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন চন্দ্রচুড় সিংহ। গত জুন মাসে 'আরিয়া' দেখার পর থেকেই হু হু করতে বাড়তে থাকে এর জনপ্রিয়তা।
'বীর দাস : ফর ইন্ডিয়া' মনোনীত হয়েছে কমেডি বিভাগে। যেখানে তাঁকে প্রতিদ্ধন্ধিতা করতে হবে জনপ্রিয় ফ্রেঞ্চ শো 'কল মাই এজেন্ট', ইংল্যান্ডের 'মাদারল্যান্ড : ক্রিসমাস স্পেশাল', এবং কলম্বিয়ার 'প্রমিসেস দ্য কাম্পানা'র সঙ্গে। এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন শুনেই নিজের খুশি চেপে রাখতে পারেননি বীর দাস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেনও সে কথা। নওয়াজউদ্দিন সিদ্দিকি, বীর দাস এবং সুস্মিতা সেনের অনুরাগীরা এমন খবরে যারপরনাই খুশি।