Ileana Dcruz: ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা?
Katrina Kaif: ক্যাটরিনা কাইফের জন্মদিনের ছবি প্রশ্ন তুলে দিল অন্য আর এক অভিনেত্রীর সম্পর্কে। তিনি ইলিয়ানা ডিক্রুজ।
মুম্বই: সদ্যই জন্মদিন ছিল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। অভিনেত্রী তাঁর জন্মদিন উদযাপন করতে উড়ে গিয়েছেন মলদ্বীপে। সেখানেই পরিবার, বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মলদ্বীপে ছুটি উপভোগের একাধিক ছবিও পোস্ট করেছেন ক্যাটরিনা। কখনও তাঁকে দেখা যাচ্ছে ভিকির ভাই ও তাঁর বান্ধবীর সঙ্গে। তো কখনও কবীর খান, মিনি মাথুরদের সঙ্গে। সাদা পোশাকে মলদ্বীপের বিচে সমুদ্র উপভোগ করছেন ক্যাটরিনা। সেই ছবিই আবার ফুটে উঠেছে ভিকি কৌশলের (Vicky Kaushal) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও। তবে, ক্যাটরিনা কাইফের জন্মদিনের ছবি প্রশ্ন তুলে দিল অন্য আর এক অভিনেত্রীর সম্পর্কে। তিনি ইলিয়ানা ডিক্রুজ (Ileana Dcruz)।
ক্যাটরিনার মলদ্বীপ ভ্রমণে সঙ্গী ইলিয়ানা, কেন?
সম্প্রতি বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ ও অন্যান্যদের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাতে। এক ফ্রেমে ধরা দিয়েছেন দুই অভিনেত্রী। হঠাৎ ক্যাটরিনার মলদ্বীপ ভ্রমণে ইলিয়ানার আগমন নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ নেট নাগরিকরা। তাঁরা কমেন্ট বক্স প্রশ্ন তুলেছেন যে, তাহলে কি ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা। যদিও এখনও পর্যন্ত কারও পক্ষ থেকেই এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন - Shehnaaz Gill: 'পঞ্জাব কি ক্যাটরিনা' শেহনাজের সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?
প্রসঙ্গত, বলিউডে বর্তমানে খুব বেশি ছবিতে দেখা যায় না ইলিয়ানা ডিক্রুজকে। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'বিগ বুল' ছবিতে। সেই ছবিতে তাঁর পারফরম্যান্স প্রশংসিতও হয়। এর আগে তিনি সম্পর্কে ছিলেন অ্যান্ড্রু নিবোনের সঙ্গে। কিন্তু জানা যায়, দুজনের মধ্যে সম্পর্ক ভেঙে গিয়েছে।
অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে। তাঁর হাতে রয়েছে 'টাইগার থ্রি', 'ফোন ভূত', 'মেরি ক্রিসমাস' ও আরও বেশ কিছু ছবিতে।