Saif Ali Khan: শরিফুল একা নয়, সেফের ওপর হামলার ঘটনায় কী যুক্ত আরও কেউ?
Saif Ali Khan News: গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতেই আক্রান্ত হন সেফ আলি খান। শেষ রাতে হঠাৎ সেফের বাড়িতে শরিফুলের উপস্থিতি টের পাওয়া যায়

কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan)-এর বাড়িতে, তাঁর ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের বাসিন্দা মহম্মদ শরিফুল ইসলামকে। এই ঘটনায় যে তিনিই ঘটিয়েছেন, কী কী কারণ ছিলে এই ঘটনার পিছনে, সেই নিয়েই এখন জেরা করছে পুলিশ। অভিযুক্ত পুলিশ কাস্টার্ডিতে রয়েছে ও জানুয়ারি মাসের ২৯ তারিখ পর্যন্ত তার কাস্টার্ডি বাড়ানো হয়েছে। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন সেফ আলি খান। তবে বাড়িতেই বিশ্রামে থাকতে হবে তাঁকে। অন্যদিকে পুলিশ অভিযুক্তকে জেরা করে মনে করছে, তার এই ঘটনা ঘটনোর পিছনে রয়েছে আরও কেউ!
গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতেই আক্রান্ত হন সেফ আলি খান (Saif Ali Khan)। শেষ রাতে হঠাৎ সেফের বাড়িতে শরিফুলের উপস্থিতি টের পাওয়া যায়। শরিফুলকে প্রথম দেখতে পান সেফের ছোট ছেলে জেহ-র পরিচারিকা। সেই সময়ে তিনি তাকে দেখে ভয়ে চিৎকার করে ওঠেন। বেল বাজিয়ে দেন। ছুটে আসেন সেফ। জেহকে বাঁচানোর চেষ্টা করলে সেফের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ওই হামলাকারীর। এই সময়ে জেহ-র পরিচারিকা তাকে নিয়ে ঘর থেকে পালায়। অন্যদিকে শরিফুল তখন ঝাঁপিয়ে পড়েছে সেফের ওপর। একের পর এক ছুরির আঘাতে গুরুতর আহত হন সেফ। তাঁর পিঠে গেঁছে যায় ধারাল ছুরির ফলা। তবে সেই সময়ের মতো সেই জায়গা থেকে পালিয়ে যায় শরিফুল।
দিন তিনেকের মধ্যে শরিফুলকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় তার পরিচয়। কিন্তু সেই পরিচয় জানার সঙ্গে সঙ্গে আরও একটি তথ্য সামনে আসে। তা হল শরিফুলের কাছে মেলেনি কোনও ভারতীয় নথি। সুতরাং মনে করা হচ্ছে সে ভারতে অনুপ্রবেশই করেছিল। শিলিগুড়ি হয়ে অনুপ্রবেশ করে শরিফুল চলে আসে মুম্বইতে। সেখানে একটি চাকরিও করত সে। জানা যাচ্ছে, সেই চাকরি চলে যেতেই, মরিয়া হয়ে চুরির ছক কষে শরিফুল। সে জানত না, ওই বাড়িটি সেফ আলি খানের। তবে পুলিশ মনে করছে, এই ঘটনায় একা যুক্ত নয় শরিফুল। তার অন্য কোনও সহযোগী ছিল। কিন্তু সে কে, তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে পুলিশের সন্দেহ, শরিফুল যেভাবে বাড়ির মধ্যে দিয়ে সাবলীলভাবে যাতায়াত করেছে, তা বাড়ি চেনা না থাকলে সম্ভব নয়। তাহলে কি সেফের বাড়িতে ঢোকার জন্য তাকে সাহায্য করেছিল কেউ? সেই উত্তর এখনও অজানা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
