এখানে বলে রাখা প্রয়োজন, কিছু সময় আগে পর্যন্ত, বলিউড অভিনেত্রী এলি আবরামের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল হার্দিক পাণ্ড্যকে। কিন্তু, এলির সঙ্গেও তাঁর সম্পর্কের কথা স্বীকার করেননি হার্দিক।
3/7
তবে, এখনও দুজনের কেউ-ই এই খবরের সত্যতা স্বীকার করেননি।
4/7
সূত্রের খবর, ওই পার্টিতে হার্দিক ও ঊর্বশীকে দেখা যায় একে অপরের সঙ্গে ফ্লার্ট করছেন।
5/7
আসলে, একটি অনুষ্ঠানের একটি ফটো প্রকাশিত হয়। সেখানে হার্দিক পাণ্ড্য ও তাঁর ভাই ক্রুনাল পাণ্ড্যের সঙ্গে তাঁকে দেখা যায়। ওই অনুষ্ঠানে আইপিএল-এর সাফল্য কামনায় হার্দিককে শুভেচ্ছাও জানান ঊর্বশী।
6/7
সম্প্রতি, ঊর্বশী রৌতেলা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই নিয়ে ইঙ্গিত দিয়েছেন।
7/7
বলিউড অভিনেত্রী এবং ক্রিকেটারদের মধ্যে ‘অ্যাফেয়ার’ নতুন কিছু নয়। এখন সেই তালিকায় জুড়ে গেল প্রাক্তন মিস ইউনিভার্স তথা বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলার নাম।