Bhool Bhulaiyaa 2: 'ভুলভুলাইয়া টু'তে কি দেখা যাবে মঞ্জুলিকাকে?
'কাহানি' ছবির পর 'ভুলভুলাইয়া' ছবিতে বিদ্যা বালানের 'মঞ্জুলিকা' চরিত্রে অভিনয় খুবই প্রশংসিত হয়। দর্শকের আজও মনে থেকে গিয়েছে 'আমি যে তোমার' গানের দৃশ্যে মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের অভিনয় এবং নাচ।
মুম্বই: আসছে 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiya 2)। অক্ষয় কুমারের জুতোয় পা গলিয়ে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সঙ্গী কিয়ারা আডবাণী (Kiara Advani)। 'ভুলভুলাইয়া'র জনপ্রিয়তার পর এই ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। জনপ্রিয় ছবির দ্বিতীয় ভাগ কেমন হয়, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক। পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে অনুরাগীরা প্রশ্ন করেছেন যে, 'ভুলভুলাইয়া টু' ছবিতে কি দেখা পাওয়া যাবে মঞ্জুলিকার? যে চরিত্রে বিদ্যা বালানের অভিনয় প্রশংসিত হয়।
'কাহানি' ছবির পর 'ভুলভুলাইয়া' ছবিতে বিদ্যা বালানের 'মঞ্জুলিকা' চরিত্রে অভিনয় খুবই প্রশংসিত হয়। দর্শকের আজও মনে থেকে গিয়েছে 'আমি যে তোমার' গানের দৃশ্যে মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের অভিনয় এবং নাচ। তাই 'ভুলভুলাইয়া টু' ছবিতেও মঞ্জুলিকাকে দেখা যাবে কিনা তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, 'বিদ্যা বালান এবং পরিচালক অনীশ বাজমির মধ্যের পেশাদার সম্পর্ক তৈরি হয় ২০১১ সালে। যখন পরিচালকের 'থ্যাঙ্ক ইউ' ছবিতে একটি ক্যামিও চরিত্রে এভিনয় করেন বিদ্যা। এরপর তাঁকে দেখা যায় 'ভুলভুলাইয়া'তে।' সম্প্রতি জানা গিয়েছে, 'ভুলভুলাইয়া টু' নির্মাতারা এখনই কোনও খবর দিতে নারাজ যে এই ছবিতে 'মঞ্জুলিকা' চরিত্রের দেখা পাওয়া যাবে কিনা। বিদ্যা বালানই বা সেই চরিত্রে অভিনয় করবেন কিনা, সে সম্পর্কেও অফিসিয়ালি কিছু জানাননি নির্মাতারা। তবে, ঘনিষ্ঠ সূত্রে খবর, 'ভুলভুলাইয়া টু'-তে দেখা যাবে না বিদ্যা বালানকে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু।
আরও পড়ুন - Esha Gupta Covid Positive: করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী এষা গুপ্তা
প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া টু' নিয়ে খুবই উচ্ছ্বসিত ছবির নায়ক কার্তিক আরিয়ান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইতিমধ্যেই ছবির পোস্টার এবং মোশন পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে চলতি বছর ২৫ মার্চ ছবিটি মুক্তি পেতে পারে সিনেমাহলে। যদিও করোনা পরিস্থিতি যেভাবে ফের মাথাচাড়া দিয়ে বেড়েছে, তাতে দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সিনেমাহল বন্ধ হয়ে গিয়েছে। অনেক ছবিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তাই এই ছবির ক্ষেত্রেও সিনেমাহল নাকি ওটিটি প্ল্যাটফর্ম, কোনটা সেই সময় বেছে নেওয়া হবে, তা সময়ই বলবে।