Esha Gupta Covid Positive: করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী এষা গুপ্তা
একতা কপূর, অর্জুন কপূর, ম্রুণাল ঠাকুর, জন আব্রাহাম থেকে প্রেম চোপড়ার মতো বর্ষীয়ান অভিনেতারা করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা।
মুম্বই: করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ আসার পর থেকে হু হু করে সংক্রমণ বাড়ছে। করোনার (Covid19) তৃতীয় ঢেউয়ে প্রতিদিন সংক্রমিত হচ্ছেন বহু মানুষ। সাধারণের মানুষের সঙ্গে সংক্রমিত হচ্ছেন তারকারাও। বলিউডের একাধিক তারকা এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়েছেন। একতা কপূর (Ekta Kapoor), অর্জুন কপূর (Arjun Kapoor), ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur), জন আব্রাহাম (John Abraham) থেকে প্রেম চোপড়ার (Prem Chopra) মতো বর্ষীয়ান অভিনেতারা করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা (Esha Gupta)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মারণ ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর জানালেন অভিনেত্রী।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড (Bollywood) অভিনেত্রী এষা গুপ্তা লেখেন, 'সমস্ত রকমের সতর্কতা মেনে চলার পরও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ (Esha Gupta Covid Positive) এসেছে। আমি সমস্ত করোনাবিধি মেনে চলছি। এবং নিজেকে আইসোলেশনে রেখেছি। বাড়িতেই এই মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছি। নিশ্চিত রয়েছি খুব শীঘ্রই আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। প্রত্যেকে সুস্থ থাকুন। সুরক্ষিত থাকুন আর অবশ্যই মাস্ক পরে থাকুন। নিজের এবং অন্যদের খেয়াল রাখুন। আবারও বলা মাস্ক পরতে যেন ভুলবেন না। সকলের প্রতি অনেক ভালোবাসা।'
আরও পড়ুন - Hrithik Roshan Birthday: এবছর জন্মদিন উদযাপনের কী বিশেষ পরিকল্পনা রয়েছে হৃত্বিক রোশনের?
মাত্র একদিন আগেই জানা গিয়েছে যে, করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)। তিনিও হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছবি শেয়ার করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।
প্রসঙ্গত, শেষবার অভিনেত্রী এষা গুপ্তাকে (Esha Gupta) দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'নকাব'-এ। 'জন্নত টু' (Jannat 2), 'রুস্তম', 'বাদশাহো' অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কিছু কাজ। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে 'ইনভিজবল উওম্যান'-এ। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সুনীল শেট্টি (Sunil Shetty)।