Isha and Paayel: 'হ্যালো'-তে এবার ইশা-পায়েলের রসায়ন, জানুয়ারিতে আসছে 'ইন্দু ২'
Isha and Paayel Update: নতুন অধ্যায় নিয়ে আসতে চলেছে 'ইন্দু'-ও। দীর্ঘ অপেক্ষার পর 'ইন্দু ২' -এর ঘোষণা করা হল কিছুটা খুনসুটি করেই। আগের মতো এই সিরিজের ক্রিয়েটরও সাহানা দত্ত
কলকাতা: রাইমা সেন (Raima Sen) ও প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarcar) রসায়নের পরে ফের নতুন সমীকরণ দুই নায়িকার ! 'হইচই সিজন ৬' -এ ঘোষণা হয়েছে জনপ্রিয় সিরিজ 'হ্য়ালো, রিমেম্বার মি'-র সিক্যুয়ালের । নতুন সিরিজে জুটি বাঁধছেন ইশা সাহা (Isha Saha) ও পায়েল সরকার (Paayel Sarkar) । সাহানা দত্তের (Sahana Dutta) লেখায় এই সিরিজের পরিচালনা করছেন অভিমুন্য মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee) । নতুন এই সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)-কে ।
এর আগের সিজনগুলিতে টানটান থ্রিলার গল্পেও ছিল প্রেমের ছোঁয়া । ছোটবেলার দুই বন্ধু ও তাদের মধ্যের প্রেমকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। তবে এই প্রেম একটি ছেলে ও মেয়ের নয়, দুই মেয়ের প্রেম । এই সিজনে রাইমা ও প্রিয়ঙ্কার গল্প নয়, দেখা যাবে এক নতুন জুটির গল্প ।
আরও পড়ুন: Madhumita Sarcar: কাজের জন্য নতুন জায়গায় গিয়ে নিজের গোপন অতীতের মুখোমুখি মধুমিতা, তারপর?
অন্যদিকে নতুন অধ্যায় নিয়ে আসতে চলেছে 'ইন্দু'-ও । দীর্ঘ অপেক্ষার পর 'ইন্দু ২' -এর ঘোষণা করা হল কিছুটা খুনসুটি করেই। আগের মতো এই সিরিজের ক্রিয়েটরও সাহানা দত্ত । পরের বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথমেই, জানুয়ারিতে মুক্তি পাবে 'ইন্দু ২' । এর আগের সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সুহোত্র মুখোপাধ্যায় (Suhotro Mukherjee) ও মানালি দে (Manali Dey) । নতুন বিয়ে এবং সেই বাড়ি ঘিরে রহস্যই ইন্দু ওয়ের সিরিজের চালিকাশক্তি ।
অন্যদিকে সামনেই ২টি ছবি মুক্তি পাচ্ছে ইশার। কাছের মানুষ (Kacher Mnaush) ও কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Guptadhan)। দুটি ছবিই মুক্তি পাচ্ছে এই মাসের ৩০ তারিখ।
View this post on Instagram