Madhumita Sarcar: কাজের জন্য নতুন জায়গায় গিয়ে নিজের গোপন অতীতের মুখোমুখি মধুমিতা, তারপর?
Madhumita Sarcar in New Web Series: সদ্য 'হইচই' সিজন সিক্সে একঝাঁক নতুন ওয়েব সিরিজের ঘো।মা করেছে এই ওয়েব প্ল্যাটফর্ম। এর মধ্যে 'জাতিস্মর' একটি। ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে মধুমিতা সরকারকে।
![Madhumita Sarcar: কাজের জন্য নতুন জায়গায় গিয়ে নিজের গোপন অতীতের মুখোমুখি মধুমিতা, তারপর? Madhumita Sarcar: Actress Madhumita Sarcar talked about her new web series jatiswar and reveled the clippings of Srikantya 2 Madhumita Sarcar: কাজের জন্য নতুন জায়গায় গিয়ে নিজের গোপন অতীতের মুখোমুখি মধুমিতা, তারপর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/22/e2cf775f4b9f61eb3d1781329cc87c30166381262291949_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মেয়েটির নাম রূপকথা । কলকাতার একটা ফ্ল্যাটে একাই বসবাস, পেশা ও নেশা দুইই ফটোগ্রাফি । আর এই পেশার সূত্র ধরেই একটি কাজের জন্য একটি অচেনা জায়গায় গিয়ে পৌঁছয় সে । কিন্তু সত্যিই কি এই জায়গা তাঁর অচেনা নাকি আগে কখনও সে এখানে এসেছে ? নাহলে সব কিছু এতটা চেনা কেন ? অতীতের কোনও ছায়া কি বদলে দেবে রূপকথার জীবন ?
গদি আঁটা কাঠের বেঞ্চে বসে এই কথাগুলো বলে যাচ্ছিলেন রূপকথাই । থুড়ি মধুমিতা সরকার (Madhumita Sarcar)। এই গল্প তাঁর নতুন ওয়েব সিরিজের । জাতিস্মর (Jatiswar) । সদ্য 'হইচই' সিজন সিক্সে একঝাঁক নতুন ওয়েব সিরিজের ঘো।মা করেছে এই ওয়েব প্ল্যাটফর্ম । এর মধ্যে 'জাতিস্মর' একটি । ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে মধুমিতা সরকারকে। তবে কে এই সিরিজটি পরিচালনা করছেন সেই কথা এখনও পর্যন্ত প্রকাশ করেনি 'হইচই' । তবে জানা গিয়েছে, এই গল্প পূর্বজন্মে ঘটে যাওয়া কোনও ঘটনার পরের জন্মে প্রতিশোধ নিতে ফিরে আসার গল্প ।
আরও পড়ুন: 'Hridaypur': হৃদয়পুরে মুখোমুখি সৌরভ দাস ও অর্ণ মুখোপাধ্যায়, প্রকাশ্যে মোশন পোস্টার
অন্যদিকে আরও একটি ওয়েব সিরিজে দেখা যাবে মধুমিতাকে । তবে এটি নতুন সিরিজ নয় । সিক্যুয়াল । 'শ্রীকান্ত ২' । এই সিরিজের প্রথম ভাগে অ্যাভি বা অভয়ার চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা । এদিন সোশ্যাল মিডিয়ায় 'শ্রীকান্ত ২'-এর একটি ছোট্ট অংশও শেয়ার করে নিয়েছেন মধুমিতা । আগের বারের মতো মুখ্যচরিত্রে এবারেও দেখা যাবে ঋষভ বসু (Rishav Basu)-কে ।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)