'Ae Watan Mere Watan': শ্যুটিং শেষ হল সারা আলি খানের 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ছবির
Sara Ali Khan: থ্রিলার-ড্রামা ঘরানার এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ছবিটি মুম্বইয়ের এক কলেজ ছাত্রীর গল্প। সে কীভাবে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠে তারই গল্প বলবে এই ছবি।
মুম্বই: শ্যুটিং শেষ হল সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' (Ae Watan Mere Watan) ছবির। নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে সেই খবর শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।
শেষ হল 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ছবির শ্যুটিং
র্যাপ আপ! সারা আলি খান অভিনীত পিরিয়ড ড্রামা ঘরানার ছবি 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন'-এর শ্যুটিং। সারা আলি খান এদিন ছবির শ্যুটিংয়ের কথা ঘোষণা করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ছবির নির্মাতাদের।
এদিন সিনেমার সেট থেকে খান তিনেক ছবি পোস্ট করে সারা ক্যাপশনে লেখেন, "এমন ভাবে জীবনযাপন করো যেন তুমি কালই মারা যাবে। এমন ভাবে শেখো যেন আজীবন তুমি বাঁচবে," - মহাত্মা গাঁধী... ধন্যবাদ কন্নন স্যার আমাকে এই শক্তিশালী চরিত্র চিত্রিত করার সুযোগ দেওয়ার জন্য, যা সত্যিকারের শক্তি, মর্যাদাবোধ ও আবেগকে মূর্ত করে তোলে। কিছু অংশ আমাদের অন্তরে খোদাই হয়ে রয়ে যায়, এবং আমি জানি আমি আজীবন এই চরিত্রটাকে নিজের সঙ্গে নিয়ে চলব... জয় ভোলেনাথ।'
View this post on Instagram
থ্রিলার-ড্রামা ঘরানার এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। 'অ্যায় বতন মেরে বতন' ছবিটি মুম্বইয়ের এক কলেজ ছাত্রীর গল্প। সে কীভাবে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠে তারই গল্প বলবে এই ছবি। ১৯৪২ সালের 'ভারত ছাড়ো আন্দোলনে'র প্রেক্ষাপটে তৈরি এই ছবি। সাহস, দেশাত্মবোধ, ত্যাগের এই গল্প।
কন্নন আইয়ার পরিচালিত এই ছবির গল্প তিনি ডারাব ফারুকির সঙ্গে একত্রে লেখেন। এই ছবি দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয়। এছাড়া সারা আলি খানকে 'মার্ডার মুবারক', 'জরা হটকে জরা বচকে' ছবি দুটিতে।