এক্সপ্লোর
তোমার নির্বাক দৃশ্যগুলোই সবচেয়ে ছুঁয়ে যায়, ‘দিল বেচারা’ দেখে সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট কৃতীর
সিনেমাটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন কৃতী।
![তোমার নির্বাক দৃশ্যগুলোই সবচেয়ে ছুঁয়ে যায়, ‘দিল বেচারা’ দেখে সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট কৃতীর 'It's Not Seri,' Kriti Sanon Pours Her Heart Out After Watching Sushant Singh Rajput's Last Film Dil Bechara তোমার নির্বাক দৃশ্যগুলোই সবচেয়ে ছুঁয়ে যায়, ‘দিল বেচারা’ দেখে সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট কৃতীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/05/11102851/sushant-kriti.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ডিজনি প্লাস হটস্টারে ২৪ জুলাই মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। আর মুক্তির পর থেকেই ভক্তদের ভালবাসার স্রোত বইছে সুশান্তের জন্য। অনুরাগীদের পাশাপাশি সেলিব্রিটিরাও সুশান্তের শেষ সিনেমা দেখে উচ্ছ্বসিত। এবার ‘দিল বেচারা’ দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ‘রাবতা’ সিনেমায় সুশান্তের নায়িকা কৃতী শ্যানন।
সিনেমাটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন কৃতী। সেখানে ‘দিল বেচারা’ সিনেমার ক্লিপ শেয়ার করে কৃতী লিখেছেন, ‘এটা ঠিক হয়নি।’ তিনি আরও লিখেছেন, ‘ম্যানির চরিত্রে তোমাকে কতবার ফের জীবন্ত হয়ে উঠতে দেখলাম। বুঝতে পারলাম চরিত্রটির কোন কোন জায়গায় তুমি নিজের সত্তা মিশিয়ে দিয়েছিলে।’
কৃতী জানিয়েছেন, সিনেমায় তাঁকে সব চেয়ে বেশি ছুঁয়ে গিয়েছে সেই অংশগুলো, যেখানে সুশান্তের মুখে কোনও সংলাপ নেই। ‘কিছু না বলেও কত কী যে বলে গিয়েছে ও,’ লিখেছেন কৃতী। পাশাপাশি জানিয়েছেন, পর্দায় সুশান্তকে শেষবারের মতো দেখাটা তাঁর কাছে হৃদয় বিদারক। সঞ্জনা সাঙ্ঘির অভিনয় ও মুকেশ ছাবরার পরিচালনার প্রশংসাও করেছেন কৃতী।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)