এক্সপ্লোর
Advertisement
শাহরুখের কাছ থেকে ৫০০০ টাকা আদায় করেই ছাড়লেন রণবীর!
মুম্বই: অনুষ্কা শর্মার সঙ্গে শাহরুখ খানের নতুন ছবির নাম যে যব হ্যারি মেট সেজাল, সে খবর আপনাদের আগেই দিয়েছি। কিন্তু জানেন কি, স্রেফ এই নামের জন্য রণবীর কপূরকে ৫০০০ টাকা দিতে বাধ্য হয়েছেন শাহরুখ?
রণবীর জাগ্গা জাসুসের গলতি সে মিসটেক গান লঞ্চ করতে এসে জানিয়ে দেন, যব হ্যারি মেট সেজাল নাম তাঁর রাখা। মেহবুব স্টডিওয় তাঁর শ্যুটিং চলছিল, সেখানেই শ্যুট করছিলেন শাহরুখ ও ইমতিয়াজ আলি। তাঁদের সঙ্গে দেখা করতে গিয়ে এই নামের কথা বলেন তিনি। তখন সবাই হেসে বলেছিল, যাচ্ছেতাই টাইটেল। আর এখন ছবির পোস্টারে তাঁর রাখা নাম দেখে তিনি খুব খুশি।
শাহরুখ কিন্তু টুইটারে অস্বীকার করেন এই দাবি। তিনি বলেন, রণবীরেরর দাবি নিয়ে বলছি, যব হ্যারি মেট সেজাল টাইটেলের কথা ও কক্ষনো বলেনি। তাই ৫০০০ টাকার পুরস্কার পাবে না ও।
Just in case Ranbir Kapoor ever claims it…the title Jab Harry met Sejal was never ever suggested by him!So he doesn’t win the Rs.5000 reward
— Shah Rukh Khan (@iamsrk) June 8, 2017
এ নিয়ে প্রশ্ন করলে রণবীর বলেন, তখন আমি এই পুরস্কারের কথা জানতাম না। এখন যখন জেনেই গিয়েছি, শাহরুখের বাংলো মান্নতে গিয়ে ওই টাকা আদায় করেই ছাড়ব.. অবশ্যই ক্যাশে!
বাধ্য হয়ে হার মেনেছেন শাহরুখ। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রণবীরকে টাকাটা দিতে বাধ্য হয়েছেন তিনি। রণবীর তাঁকে বলেছিলেন ওই নামটা দিতে। তাঁর ভাল লাগলেও ছবির পরিচালক ইমতিয়াজের তা পছন্দ হয়নি। ইমতিয়াজের মনে হয়, নামটা তাঁর পুরনো ছবি যব উই মেটের মত। কিন্তু তারপর অনেক ভাবনাচিন্তার পর রণবীরের দেওয়া নামটাই থাকে।
৪ অগাস্ট মুক্ত পাচ্ছে যব হ্যারি মেট সেজাল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement