Jawan 2: শীঘ্রই আসছে 'জওয়ান ২'? গুঞ্জন নিয়ে মুখ খুললেন পরিচালক অ্যাটলি
Jawan 2 Update: এই ছবির কাজের মধ্যেই বাবা হয়েছেন অ্যাটলি। পরিবারে এসেছে সদ্যোজাত
কলকাতা: 'জওয়ান' (Jawan)-এর সাফল্যে ভাসছেন পরিচালক অ্যাটলি কুমার (Atlee Kumar)। শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর নতুন ছবি ইতিমধ্যেই ভেঙেছে একের পর এক রেকর্ড। আর এই ছবির সাফল্যেই মধ্যেই গুঞ্জন.. খুব তাড়াতাড়িই নাকি 'জওয়ান ২' (Jawan 2) নিজে হাজির হবেন অ্যাটলি? সত্যিটা ঠিক কী? 'জওয়ান'-এর দ্বিতীয় ভাগ নিয়ে মুখ খুললেন দক্ষিণী পরিচালক স্বয়ং।
এই ছবির কাজের মধ্যেই বাবা হয়েছেন অ্যাটলি। পরিবারে এসেছে সদ্যোজাত। আর আপাতত, সেই খুদের সঙ্গেই কিছুটা সময় কাটাতে চান পরিচালক। দ্বিতীয়ত, এখনও 'জওয়ান'-এর সাফল্যে ভাসছেন তিনি। বেরতে পারেননি সেই আবেগ থেকে। ফলে নিজের আগামী কাজ কিছুটা পরেই শুরু করবেন তিনি। অ্যাটলি ইতিমধ্যেই অল্লু অর্জুনের (Allu Arjun)-এর সঙ্গে নতুন ছবির ঘোষণা করেছেন।
জওয়ান ২ নিয়ে অ্যাটলিকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'কে বলল আমি 'জওয়ান ২' তৈরি করছি? আমার প্রত্যেকটা ছবির মতো জওয়ান-এর শেষটাতেও গল্প এগিয়ে নিয়ে যাওয়ার মতো জায়গা রয়েছে। তবে এখনই আমি 'জওয়ান'-এর সিক্যুয়াল বানাব না। সেটার জন্য দর্শকদের আরও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে। বলা ভাল, এই ছবির সিক্যুয়াল নিয়ে আমি এখনও মনস্থির করে উঠতে পারিনি। আপাতত জওয়ান-এর সাফল্যকেই উপভোগ করতে চাই।'
মাত্র ১১ দিন। তাতেই বিশ্বজুড়ে ৮০০ কোটি টাকা আয় করে ফেলল শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত 'জওয়ান'। মনোবালা বিজয়বালানের পোস্ট অনুযায়ী, 'ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিসে ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করল 'জওয়ান'। একাদশতম দিনে, ট্র্যাকড শো থেকে এই ১৩ লক্ষ ৯০ হাজার ১৪২টি টিকিট বিক্রি হয়েছে এই ছবির।' 'জওয়ান' ছবির হিন্দি সংস্করণের ১৩ হাজার ৩১৭টি শো থেকে আয় হয়েছে ৩৫.১৮ কোটি টাকা। প্রত্যেক শো থেকে ২৬ হাজার ৪১৭ টাকা করে আয় হয়েছে।
তেলুগু ভাষায় এই ছবির ৬৮২টা শো থেকে মোট আয় ০.৮৫ কোটি টাকা, প্রত্যেক শো থেকে আয়ের পরিমাণ ১২ হাজার ৪৬৩ টাকা। তামিল শোয়ের সংখ্যা ৪৬১। সেই থেকে আয়ের পরিমাণ ০.৮১ কোটি টাকা এবং প্রত্যেক শো থেকে আয় ১৭ হাজার ৫৭০ টাকা। অর্থাৎ একাদশতম দিনে হিন্দি, তামিল ও তেলুগু মিলিয়ে মোট আয়ের পরিমাণ ৩৬.৮৪ কোটি টাকা।