Jawan: 'জওয়ান' মুক্তির আগেই জমকালো অনুষ্ঠান শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজে, উপস্থিত থাকবেন কলাকুশলীরা
Jawan’s GRAND pre-release : জার্মানিতে বিশ্বের বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে প্রদর্শিত হবে এই ছবি।
কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের বহু প্রতিক্ষীত ছবি 'জওয়ান'। তাই ছবি ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। আর এবার শোনাযাচ্ছে ছবি মুক্তির আগেই চেন্নাইয়ের শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হবে 'জওয়ান' ছবির প্রি রিলিজ ইভেন্ট। বলিউডসূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খানের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নয়নথারা, বিজয় সেতুপতি, পরিচালক অ্যাটলি ও ছবির অন্য়ান্য় কলাকুশলীরা।
উল্লেখ্য়, সঙ্গীত পরিচালক অনিরুধও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এক হাজারেরও বেশি শিক্ষার্থী ও কিং খানের ভক্তরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, শাহরুখের ভক্তরা এই ছবির জন্য় মুম্বইয়ের গেইটি গ্যালাক্সিসে একটি স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করছেন। ৭ সেপ্টেম্বর ভোর ৬টায় এই ছবির স্ক্রিনিং হবে বলে জানা যাচ্ছে। বলিউড বাদশার ভক্তদের বিশ্বাস 'পাঠান'-এর মতই এই ছবিও কোটি কোটি টাকার ব্য়বসা করবে।
বলিউড সূত্রের খবর অনুযায়ী, জার্মানিতে বিশ্বের বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে প্রদর্শিত হবে এই ছবি। তাই জামার্নিতে থাকা কিং খানের অনুরাগীরা ইতিমধ্য়েই দিনগোনা শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন...
মশা তাড়াতে যথেচ্ছ ভাবে ব্যবহার করছেন 'মসকুইটো কয়েল'? কী কী ক্ষতি হতে পারে?
উল্লেখ্য়, আজই মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির তৃতীয় গান 'নট রামাইয়া বাস্তাবাইয়া' (Not Ramaiya Vastavaiya)। এই গানে ঝাঁ চকচকে লুকে ডান্স ফ্লোরে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) ও নয়নতারাকে (Nayanthara)। নাচের তালে পা মেলালেন দুই তারকা। কালো পোশাক, মাথায় এক ঝাঁক চুল, কালো চশমা, ৫৮ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও মহিলাদের হার্টথ্রব শাহরুখ খান। আর অন্যদিকে লাল ড্রেসে, এলো চুলে দক্ষিণের লেডি সুপারস্টার।
প্রত্যেক গান, প্রিভিউর মতো এই গানও মুক্তি পেল তিনটি ভাষায় হিন্দি, তামিল ও তেলুগুতে। এদিন দুপুর ২টোয় গানটি মুক্তি পাওয়ার পর সেটি নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করে কিং খান লেখেন, 'এটা ছইয়াঁ ছইয়াঁ নয়, এটা 'নট রামাইয়া বাস্তাবাইয়া'। এটা জওয়ানের তা তা থইয়া। এই গানের পিছনে কত যে গল্প রয়েছে... কিন্তু সেই সমস্ত গল্প তোলা রইল ৩১ অগাস্টের জন্য যেদিন ট্রেলার আসবে প্রকাশ্যে... আপাতত আমার সঙ্গে নাচ করুন...।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন