(Source: Poll of Polls)
Jaya Ahsan Exclusive: সাধারণ থাকাতেই স্বস্তি, নায়িকাদের জীবনযাত্রা কেমন আমি জানি না: জয়া
Jaya Ahsan: জীবনানন্দ দাশের জীবনের গল্প বলবে 'ঝরা পালক', আর সেই ছবিতে কবির স্ত্রী লাবণ্যপ্রভার ভূমিকায় রয়েছেন জয়া। আর সবার মতো জয়াও কী জীবনানন্দকে চিনেছিলেন পাঠ্য বইয়ের হাত ধরে?
কলকাতা: বাড়িতে শখের বাগান, পরিবারের সঙ্গে সময় কাটানো.. ঠিক যেন ছবির মতোই সাজানো জীবন তাঁর। কিন্তু পরিবার আর শিল্পসত্তার মধ্যে সফলভাবে ভারসাম্য রক্ষা করা কি এতটাই সহজ? ছবির পর্দায় তাঁর জীবনের গল্প কিন্তু সম্পূর্ণ অন্যরকম। কবির স্ত্রী হওয়ার গল্প পর্দায় ফুটিয়ে তুলবেন জয়া আহসান (Jaya Ahsan)। সৌজন্যে সায়ন্তন মুখোপাধ্যায়ের 'ঝরা পালক' (Jhora Palok)।
জীবনানন্দ দাশের জীবনের গল্প বলবে 'ঝরা পালক', আর সেই ছবিতে কবির স্ত্রী লাবণ্যপ্রভার ভূমিকায় রয়েছেন জয়া। আর সবার মতো জয়াও কী জীবনানন্দকে চিনেছিলেন পাঠ্য বইয়ের হাত ধরে? অভিনেত্রী বলছেন, 'আমিও প্রথম কবিরে চিনেছিলাম পাঠ্য বই থেকেই। তারপরে কখনও বাবা জীবনানন্দ দাশের বই কিনে এসে দিয়েছেন। বুঝে না বুঝে পড়েছি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে জড়িয়ে গিয়েছে জীবনানন্দ দাশের কবিতা। আর সবার মতো আমিও জীবনানন্দ দাস শুরু করেছিলাম 'রূপসী বাংলা' দিয়েই। অবিভক্ত বাংলার সঙ্গে জীবনানন্দের তো আত্মীক যোগ রয়েছে। উনি বরিশালের মানুষ।'
'ঝরা পালক'-এর জন্য রাজি হওয়ার কারণ কী এই আত্মীক যোগই? জয়া বলছেন, 'এই ছবিটা এমন একজন মানুষকে নিয়ে তৈরি যাঁর নামটাই যথেষ্ট। আমার চরিত্র একজন কবিপত্নীর। চরিত্রটির যথেষ্ট গভীরতা রয়েছে। জীবনানন্দ দাশকে নিয়ে কথা বলতে গেলেই লাবণ্যপ্রভা দাশের নাম আসবেই। এই চরিত্র নিয়ে বিতর্ক রয়েছে। তবে সায়ন্তন এই সবকিছুর বাইরে গিয়ে লাবণ্যপ্রভাকে রক্তমাংসের মানুষ করে তুলেছেন। মানুষের দোষ গুণ দুইই তো চলচ্চিত্রে দেখানোর রীতি।'
আরও পড়ুন: Jaya Ahsan Exclusive: মতিচুরের লাড্ডু ভীষণ ভালোবাসি, কলকাতাই আমায় মিষ্টি খাওয়া শেখাল: জয়া
ছবি শিল্পীসত্তা আর সাংসারিক জীবনের মধ্যে দ্বন্ধ তুলে ধরেছে। বাস্তবে অভিনেত্রী জয়া আর বাড়ির মেয়ে জয়ার মধ্যে কখনও দ্বন্ধ তৈরি হয়? পর্দার লাবণ্যপ্রভা বললেন, 'আমি যখন বাড়িতে থাকি বাড়ির মতো, কাজ করতে আসলে আলাদা একটা অবয়ব। দুটোকে মিশিয়ে ফেলি না আমি। দুটোর আকাশ-পাতাল তফাৎ। আমি ভীষণ সাধারণ জীবন যাপন করি, সাধারণ থাকতে ভালোবাসি। নায়িকাদের জীবন যাপন কেমন হয় আমি ঠিক জানি না। যতটা সাধারণ থাকা যায় ততটাতেই আমার স্বস্তি।'
জয়া আহসান কী একমাত্র নায়িকা যিনি নিজে হাতে বাগানের যাবতীয় কাজ করেন? হেসে ফেলে জয়ার উত্তর, 'নিশ্চয়ই নয়, আরও অনেকেই করেন। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিই কারণ মনে হয় যদি মানুষ তাতে অনুপ্রেরণা পায়।'