Jeet: 'রাবণ' মুক্তির আগে অনুরাগীদের উদ্দেশে বিশেষ চমক জিতের
স্বাভাবিকভাবেই 'রাবণ' ছবিকে কেন্দ্র করে উত্তেজিত বাংলার দর্শক। জানা গিয়েছে চলতি বছর ইদে মুক্তি পেতে পারে এই ছবি। তবে, 'রাবণ'কে ঘিরে উচ্ছ্বসিত অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন জিৎ।
কলকাতা: গত বছরই নতুন ছবি 'রাবণ'-এর (Raavan) ঘোষণা করেন টলিউড অভিনেতা জিৎ (Jeet)। ইতিমধ্যেই এই ছবির টিজার মুক্তি পেয়েছে। এই ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা গিয়েছে তাঁকে। লম্বা চুল, লাল চোখ। অপ্রত্যাশিত লুকে অভিনেতাকে দেখে চমক লাগে অনুরাগীদের। তাই স্বাভাবিকভাবেই এই ছবিকে কেন্দ্র করে উত্তেজিত বাংলার দর্শক। জানা গিয়েছে চলতি বছর ইদে মুক্তি পেতে পারে এই ছবি। তবে, 'রাবণ'কে ঘিরে উচ্ছ্বসিত অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন জিৎ।
অনুরাগীদের উদ্দেশে জিতের বার্তা-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের উদ্দেশে একটি পোস্ট করেছেন বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। 'রাবণ' ছবির লুকে তাঁকে বসে থাকতে দেখা যাচ্ছে একটি গাড়ির উপর। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার প্রত্যেক অনুরাগীর উদ্দেশে- 'রাবণ'কে কেন্দ্র করে তোমাদের এই যে ভালোবাসা, এত যে উচ্ছ্বাস, তার জন্য আমি কৃতজ্ঞ। তোমাদের জন্য অনেক ভালোবাসা। তোমরা যত কমেন্ট করো, তার প্রত্যেকটা আমি পড়ি। শীঘ্রই এই ছবির নতুন খবর দেব। তোমরা শীঘ্রই নতুন কিছু দেখতে চলেছ।'
জিতের পোস্ট দেখে অনুরাগীদের প্রতিক্রিয়া-
অনুরাগীদের উদ্দেশে জিতের করা এই পোস্টে কমেন্ট করেছেন অনুরাগীরাও। কেউ কমেন্টে লিখেছেন, ''রাবণ'-এর অপেক্ষায় আছি দাদা।' আবার কেউ লিখেছেন, 'লভ ইউ দাদা। এই জন্যই তোমাকে এত ভালোবাসি।' এই ছবিতে জিতের লুক দেখে উচ্ছ্বসিত এক অনুরাগী কমেন্টে লিখেছেন, 'অসাধারণ লুক। তুমি যেন আগুন। তোমার অ্যাটিটিউড, তোমার ব্যক্তিত্ব মুগ্ধ করেছে। নতুন ছবিতেও তুমি অসাধারণ অভিনয় করবে জানি। অপেক্ষায় আছি।'
প্রসঙ্গত, এই মুহূর্তে ছোট পর্দার একটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জিৎ। সদ্যই সম্প্রচারিত হয়েছে সেই শো। যেখানে রিয়েল লাইফের বেশ কিছু জুটিকে দেখা গিয়েছে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজ। চলতি বছর ইদে মুক্তি পাবে 'রাবণ'। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বহু প্রতীক্ষিত এই ছবির নানা আপডেট দিচ্ছেন অভিনেতা।