Top Entertainment News Today: 'পাঠান'-এ শাহরুখের নয়া লুক, রেকর্ড ব্যবসা 'ট্রিপল আর'-এর, এক নজরে বিনোদনের সেরা খবরগুলি
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন একসঙ্গে। চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন একসঙ্গে। চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
বিজয়ওয়াড়ায় হলে ভাঙচুর-
গতকাল মুক্তি পেয়েছে বাহুবলী (Baahubali) খ্য়াত এস এস রাজামৌলির (SS Rajamouli) ছবি ‘আরআরআর’ (RRR)। মুক্তি পাওয়ার আগে থাকতেই ছবিটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে ছবিটি। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়ওয়াড়ায় (Vijayawada) ঘটে গেল বিপত্তি। প্রযুক্তিগত সমস্যার জন্য একটি সিনেমা হলে ‘আরআরআর’-এর প্রদর্শন বন্ধ হয়ে যায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এমনকী, দর্শকদের একাংশ হলে ভাঙচুরও চালান। তাঁরা ফেন্সিং উপড়ে ফেলেন, জানলা ভেঙে দেন।
সোনম-রানির সম্পর্ক কেমন?
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন সোনম কপূর। ছবিতে দেখা যাচ্ছে দুই অভিনেত্রী একে অপরকে জড়িয়ে ধরে হাসি মুখে ছবি তুলছেন। ছবি পোস্ট করে সোনম লিখেছেন, 'একটা বন্ধুত্ব, যা অটুট রয়েছে গত ২০ বছর ধরে। লভ ইউ রানি। আমার প্রিয় অভিনেত্রীকে সদ্য যাওয়া জন্মদিনের অনেক শুভেচ্ছা।' প্রসঙ্গত, গত ২১ মার্চ ৪৪ বছরে পা দিয়েছেন রানি মুখোপাধ্যায়।
আরও পড়ুন - Shah Rukh Khan: ৫৬তেও এমন চেহারা! 'পাঠান' ছবিতে শাহরুখের নয়া লুক দেখে অবাক নেট দুনিয়া
সলমন খানের কীর্তি দেখেছেন?
এদিন বলিউড ভাইজান সলমন খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন। দুটি ছবিতেই দেখা যাচ্ছে মাথায় টুপি দিয়ে গলা পর্যন্ত জলে ডুবে রয়েছেন তিনি। ছবি পোস্ট করে কোনও ক্যাপশন লেখেননি সলমন। ছবি দেখে বোঝাই যাচ্ছে গরমের দুপুরে জলের মধ্যে ডুব দিয়ে দারুণ উপভোগ করছেন ভাইজান। তবে সলমন কোনও ক্যাপশন না লিখলেও ছবি দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
প্রথমদিনই কত টাকার ব্যবসা করল 'আর আর আর'?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ট্রিপল আর' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। যেখানে এই ছবি প্রথমদিনে দেশজুড়ে কত টাকার ব্যবসা করল এবং বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা করল, উভয় বক্স অফিস কালেকশনই দেওয়া হয়েছে। তাঁর পোস্ট থেকেই জানা গিয়েছে, 'আর আর আর' ছবিটি প্রথমদিন দেশজুড়ে ব্যবসা করেছে ১৫৬ কোটি টাকার। আর দেশের বাইরে এই ছবি ব্যবসা করেছে ৬৭ কোটি টাকার। অর্থাৎ, বিশ্বজুড়ে 'বাহুবলী' পরিচালকের এই ছবি প্রথমদিনেই ব্যবসা করেছে ২২৩ কোটি টাকার।
'বাহুবলী টু'-এর প্রথমদিনের বক্স অফিস কালেকশন কি টপকাতে পারল 'আরআরআর'?-
তরণ আদর্শের পোস্ট করা তথ্য অনুযায়ী 'ট্রিপল আর' ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন ২২৩ কোটি টাকা। জানা যাচ্ছে, রাজামৌলীর এই ছবি টপকে দিয়েছে 'বাহুবলী টু'-এর প্রথমদিনের বক্সঅফিস কালেকশনকেও। প্রথমদিন বিশ্বজুড়ে 'বাহুবলী টু' ব্যবসা করেছিল ২১৭ কোটি টাকার। এই মুহূর্তে প্রথমদিন সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকার একেবারে শীর্ষে চলে গিয়েছে 'আরআরআর'।
'পাঠান' ছবিতে শাহরুখের নয়া লুক দেখে অবাক নেট দুনিয়া-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'পাঠান' ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ছবিতে এইট প্যাক অ্যাবসে দেখা যাচ্ছে কিং খানকে। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'শাহরুখ যদি কিছুটা থমকেও যায়, 'পাঠান'কে কীকরে আটকে রাখবে! অ্যাপস হোক কিংবা অ্যাবস সব তৈরি করে ফেলব।' শাহরুখ খানের নয়া লুক দেখে মুগ্ধ নেট দুনিয়া। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা কিং খানের ছবিতে লাইক কমেন্টে ভরিয়েছেন। তবে শুধুমাত্র নেট দুনিয়াই নয়, বাবার এমন ছবি দেখে অবাক মেয়ে সুহানাও। তিনিও বাবার এই ছবি পোস্ট করে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'উফ! আমার বাবা এখন ৫৬। আমরা কোনও অজুহাতের অনুমতি দেব না।'