Jeetu Kamal on Rituparna Sengupta: 'আমরা তো মহিলাদের সম্মানের জন্যই লড়ছি, তাহলে..', ঋতুপর্ণাকে ট্রোল করা নিয়ে মুখ খুললেন জীতু
Jeetu Kamal on Rituparna Sengupta Trolling: সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করেছিলেন ঋতুপর্ণা। আর সেই ভিডিওই মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
কলকাতা: তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে। রাত দখলের জমায়েতে ডাক দেওয়ার সময় বলা হয়েছিল, যাঁরা বাড়ি থেকে বেরতে পারবে না, তাঁরা যেন ঘরে বসে, শঙ্খ বাজিয়েই বিরোধিতা করেন এই নক্কারজনক ঘটনার। তবে সেই শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করেই চূড়ান্ত কটাক্ষের স্বীকার হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আর এবার, অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)।
সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করেছিলেন ঋতুপর্ণা। আর সেই ভিডিওই মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছেন শঙ্খ বাজাতে পারেন না, অভিনয় করেছেন ঋতুপর্ণা। অনেকে আবার বলেছেন, জলশঙ্খ নিয়ে অভিনয় করছেন ঋতুপর্ণা। ওই শঙ্খ আদৌ বাজে না। কটাক্ষের মুখে পড়ে পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন ঋতুপর্ণা। এর পর থেকে সোশ্যাল মিডিয়ায় অন্যদের ভিডিও পোস্ট করলেও নিজের কোনও ভিডিও পোস্ট করেননি ঋতুপর্ণা। এবার অভিনেত্রীর পাশে দাঁড়ালেন জীতু।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জীতু লেখেন, 'যে শঙ্খ বাজানো নিয়ে এত ট্রোল করা হচ্ছে, সেই শঙ্খ বাজিয়ে কিন্তু কখনও কোন পতাকা তলে দাঁড়ায়নি। আমি যতদিন দেখেছি, তিনি প্রচুর টেকনিশিয়ানের পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিন ধরে। আমি তাকে খুব কাছ থেকে চিনি। এই ট্রোল করে, হয়তো তাকেও ঘরে চুপ করে বসিয়ে দেওয়া হল। সে আর হয়তো কোন প্রতিবাদে অংশগ্রহণ করবে না।' ঋতুপর্ণা সেনগুপ্ত, উনিও তো মহিলা। এই আমাদের সম্মান মহিলাদের প্রতি?এই নিয়ে আমরা লড়াই করছি।'
সোশ্যাল মিডিয়ায় অনেকেই জীতুর এই কথাকে সমর্থন করেছেন। তবে সত্যিই গতকাল, রবিবার টলিপাড়ার মিছিলে দেখা যায়নি ঋতুুুুপর্ণা সেনগুপ্তকে। এর আগে, রাত দখলের মিছিলেও পথে নামতে দেখা যায়নি ঋতুপর্ণাকে। তবে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী। তিনি বারে বারেই বিচার চেয়েছেন আরজি করের ঘটনার। আর এই পরিস্থিতিতে অনুপম খের আর আয়ুষ্মান খুরানার ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
আরও পড়ুন: Anindya-Madhuja: যীশু-নীলাঞ্জনার পরে আরও এক জুটির বিচ্ছেদের খবর, বিয়ে ভাঙছে অনিন্দ্য মধুজার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।