Jisshu-Nilanjana: 'খাদান'-এর হাত ধরে প্রকাশ্যে এলেন যীশু, সোশ্যাল মিডিয়ায় অর্থবহ পোস্ট করে কী বার্তা নীলাঞ্জনার?
Jisshu U Sengupta and Nilanjana: সোশ্যাল মিডিয়ায় আজ মুক্তি পেয়েছে খাদানের টিজার। এই ছবিকে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবকে। আর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত।
কলকাতা: প্রচারের আলো থেকে দূরে রয়েছেন তিনি। যখন তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক নিয়ে শোরগোল গোটা টলিউডে, তখন তিনি নিজের মতো থাকতেই পছন্দ করছেন। তবে আজ মুক্তি পেল তাঁর নতুন বাংলা ছবি 'খাদান' (Khadaan)-এর টিজার। সেখানেই দেখা মিলল তাঁর। যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। আর স্বামীর নতুন ছবির টিজার প্রকাশ পেতেই, সোশ্যাল মিডিয়ায় অর্থবহ পোস্ট শেয়ার করে নিলেন নীলাঞ্জনা। কী লিখলেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় আজ মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মস আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যুগ্ম প্রযোজনায় তৈরি ছবি খাদান-এর টিজার। এই ছবিকে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবকে। আর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসাই পেয়েছে এই ছবিট টিজার। তবে স্বামীর নতুন ছবির টিজার মুক্তির দিনই একটি অর্থবহ পোস্ট শেয়ার করে নিলেন নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন একটি ভিডিও। সেটি মূলত প্রযোজক-অভিনেতা কিলিয়ন মার্ফির একটি সাক্ষাৎকার। সেখানে একটি প্রশ্নের উত্তরে তিনি বলছেন, ২১ বছর বয়সে ফিরে গেলে মনকেই আগে এগিয়ে রাখব। অর্থাৎ নীলাঞ্জনা যেন বুঝিয়ে দিলেন মনই তাঁর কাছে সব।
বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনেও সমস্যার মধ্যে রয়েছেন নীলাঞ্জনা। সমস্যা চলছে তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে নাকি বিবাহবিচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যীশুর। বর্তমানে বাড়িতে থাকছেন না যীশু, শোনা যাচ্ছে মুম্বইতেই আপাতত তাঁর বসবাস। শোনা যাচ্ছে নিজের বাড়িতে থেকে নয়, দিদির বাড়িতে থেকেই খাদান ছবির শ্যুটিং শেষ করেছেন যীশু। অন্যদিকে দুই মেয়ে সারা আর জারাকে নিয়ে তাঁদের বাড়িতেই রয়েছেন নীলাঞ্জনা। সদ্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নীলাঞ্জনাকে। তারপরে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি লম্বা পোস্ট ও নিজের পদবি সরিয়ে দেওয়া থেকেই শুরু হয়েছিল যীশু-নীলাঞ্জনার সম্পর্কে ভাঙনের জল্পনা। নীলাঞ্জনা জানিয়েছিলেন কঠিন সময়ে তিনি পাশে পেয়েছিলেন দুই মেয়ে সারা আর জারা এবং বোন চন্দনাকে। সেখানে একবারও যীশুর নামও উল্লেখ করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় যীশুকে আনফলো করে দিয়েছেন নীলাঞ্জনা। একই কাজ করেছেন সারা এবং জারাও। যদিও যীশু সেনগুপ্ত কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় ছিলেন না।
আরও পড়ুন: Salman Khan: বুকে ব্যথা, চেয়ার ছেড়ে উঠতেই পারছেন না! কী হয়েছে সলমন খানের?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।