এক্সপ্লোর
Advertisement
জেলে সলমন! কেঁদেকেটে অস্থির, জল-খাবার খাবে না ৬ বছরের 'ভক্ত', বাবা-মা নিয়ে গেলেন যোধপুর
যোধপুর: বলিউড তারকা সলমন খান জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে টিনসেল টাউনে যেমন বহু অভিনেতা-অভিনেত্রী, ছবির পরিচালক-প্রযোজকরা নায়কের মুক্তির দাবিতে জোর সওয়াল করেছেন। তেমনই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে সলমন-ভক্তদের নতুন হ্যাসট্যাগ #IamwithSalman বা #WeSupportSalmanKhan। নায়ক শেষপর্যন্ত জামিন পাবেন কিনা, তাই নিয়ে ফিঙ্গার ক্রস করে বসে রয়েছেন নায়কের অগুণতি ভক্ত।
তবে সকলের মাঝে নজর কাড়ল সলমনের এক খুদে ভক্ত। দিল্লির বাসিন্দা আনিয়া সলমনের জেল যাওয়ায় এতটাই বিহ্বল যে তার বাবা-মা তাকে যোধপুর নিয়ে যেতে বাধ্য হয়েছেন। গত দুদিন ধরে সে একফোঁটা জল-খাবার কিছুই খায়নি। প্রতিজ্ঞা করেছে, সলমন জেল থেকে বেরোলে তবেই সে জল খাবে। আনিয়ার শরীরের এমন অবস্থা যে সে অজ্ঞান পর্যন্ত হয়ে গিয়েছে।
মেয়ের এই মানসিক অবস্থা দেখে তাকে যোধপুর আনতে বাধ্য হয় ছোট্ট আনিয়ার বাবা-মা। আপাতত জেলের বাইরে তাকে প্ল্যাকার্ড হাতে অপেক্ষা করতেও দেখা গিয়েছে। মেয়ের এই অবস্থার মাঝে আনিয়ার মাও জানান, তিনিও সলমনের অন্ধ ভক্ত। ছবিতে কোনও দৃশ্যে সলমন কাঁদলে, তিনিও কেঁদে ফেলেন।
The Cute Little Girl Was Crrrying For #SalmanKhan bhai???????????? When she see the news here tears ws nt stopping ...not eating anything .alone saying " SALMAN KHAN JAIL CHLA GAYA" ???? ... PLZ GOD Accpet here pray nd all of the childern pray ????????????#WeSupportSalmankhan???????? pic.twitter.com/wL0uHdd7sc
— We Support Salman Khan ???? (@ISalman_Rules) April 5, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
খবর
Advertisement