এক্সপ্লোর
Advertisement
আরাধ্যা না আয়ুর্বেদ? ঠিক কী বলতে চেয়েছেন? পোস্ট করে চূড়ান্ত ট্রোলড জুহি
বিগ বির দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে প্রার্থনা। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট অমিতাভের।
মুম্বই: ভুল টাইপের বিড়ম্বনা নাকি সত্যি সত্যিই বচ্চন পরিবারকে আয়ুর্বেদে ভরসা রাখার পরামর্শ দিলেন জুহি চাওলা?
শনিবার সন্ধেয় অমিতাভ বচ্চনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর জানা যায়, করোনার কবলে ঐশ্বর্যা, আরাধ্যাও। এরপর বিগ বির দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে প্রার্থনা শুরু হয়। ট্যুইট করে অভিনেতা ও তাঁর পরিবারের সুস্থতা কামনা করেন লতা মঙ্গেশকর, হেমা মালিনী সহ অনেককেই। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেন অমিতাভও।
সকলের মতোই বচ্চন পরিবারকে সেরে ওঠার শুভকামনা জানিয়ে ট্যুইট করেন জুহি চাওলা। কিন্তু জুহির সেই বার্তা নিয়েই শুরু হয়ে যায় ট্রোলিং।
এমন কী লেখেন জুহি?
জুহি তাঁর ট্যুইটারে লেখেন, অমিতাভ...অভিষেক...আয়ুর্বেদা...তাড়াতাড়ি ভাল হয়ে উঠুন।
'আয়ুর্বেদা'...এই শব্দটি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। অভিষেক-কন্যা আরাধ্যার নামটিই কী ভুল টাইপ করেছেন জুহি? নাকি অমিতাভ-অভিষেককে আয়ুর্বেদ চিকিৎসার পরামর্শ দিচেছন জুহি?
Sir ye q delete kia @arunbothra pic.twitter.com/jN7WjqBTty
— Krishna Makkad (@Krishna_makkad) July 12, 2020
অমিতাভ ও অভিষেক, দুজনেই আয়ুর্বেদে ভরসা রাখেন, তাই কি এমন পোস্ট? জল্পনা সেই নিয়েও। অনেকেই আবার মনে করছেন, আরাধ্যার নামটি ভুল করে আয়ুর্বেদা লিখেছেন জুহি। এই নিয়ে ব্যাপক ট্রোলড হন তিনি। তবে নেটিজেনদের ধারণা, যেহেতু জুহি সবুজ পাতার ইমোটিকন ব্যবহার করেছেন, তাই আয়ুর্বেদ কথাটি জেনেশুনেই ব্যবহার করেছেন জুহি।Mam your autocorrect needs to be corrected or else your eyes...... AYURVEDA in place of AISHWARYA..... ????????@iam_juhi pic.twitter.com/I8Alq0o2e4
— Mansi Mittal (@MansiMittal500) July 12, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement