এক্সপ্লোর
Advertisement
কাদের খান ছিলেন পিতৃসম, শোকবার্তা গোবিন্দার
নয়াদিল্লি: প্রয়াত হলেন বলিউডের বিশিষ্ট অভিনেতা তথা চিত্রনাট্যকার কাদের খান। গত কিছুদিন ধরে কানাডার একটি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। গত ১৫-১৬ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি। অবশেষে মৃত্যু হল বলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতার। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। বলিউডের প্রায় সমস্ত তারকাই কাদের খানের মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবিহ্বল বলিউড অভিনেতা গোবিন্দাও। প্রায় ডজন খানেক সিনেমায় কাদের খানের সঙ্গে কাজ করেছেন গোবিন্দা। তাঁদের জুটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছিল। কমেডি সিনেমায় তাঁদের কেমিস্ট্রি একটা সময় দর্শকদের মধ্যে হাসির তুফান তুলেছিল।
এক অডিও বার্তা জারি করে গোবিন্দা এই দুঃখজনক খবরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন গোবিন্দা।
শোকবিহ্বল গলায় গোবিন্দা বলেছেন, শ্রদ্ধেয় কাদের খান আজ আর আমাদের মধ্যে নেই। তিনি শুধু আমার মেন্টরই নন, ছিলেন আমার পিতৃসম। আর তাঁর মধ্যে এমন কিছু ছিল যে, যে শিল্পীর সঙ্গেই তিনি ছিলেন, সঙ্গে ছিলেন, ভরসা দিয়েছিলেন, সে-ই সুপারস্টার হয়েছেন।সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার পরিবার, কেউই যা হারিয়েছে, তা ভাষায় প্রকাশ করতে পারবে না।
গোবিন্দা কাদের খানের আত্মার শান্তি কামনা করেছেন।
উল্লেখ্য, গোবিন্দা কাদের খানের সঙ্গে দুলহে রাজা, রাজাবাবু, কুলি নম্বর ১, রাজাজী, আঁখে, ছোটে সরকার, সাজন চলে শ্বশুরাল, আন্টি নম্বর ১, জোরু কা গুলাম, আনাড়ি নম্বর ১, কুঁয়ারা, হসিনা মান জায়েগি-র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement