Ajay Devgn Birthday: জন্মদিনে মজার পোস্টে অজয় দেবগণকে শুভেচ্ছা কাজলের
Ajay Devgn Birthday: সোশ্যাল মিডিয়ায় অজয়ের সঙ্গে ছবি আপলোড করে গুড়ি পাড়বার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে মজার কথোপকথন লিখেছেন তিনি।
![Ajay Devgn Birthday: জন্মদিনে মজার পোস্টে অজয় দেবগণকে শুভেচ্ছা কাজলের Kajol Wishes Hubby Ajay Devgn On His 53rd Birthday With A Humorous Twist Ajay Devgn Birthday: জন্মদিনে মজার পোস্টে অজয় দেবগণকে শুভেচ্ছা কাজলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/a65cc7294d388ba7d4879958dff36f22_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বলিউড তারকা অজয় দেবগনের (Ajay Devgn) আজ, ২ এপ্রিল, জন্মদিন। তিনি একাধারে অভিনেতা (Actor), পরিচালক (Director) ও প্রযোজকও (Producer)। এদিন স্বামীর জন্মদিনে মজার পোস্ট করেন অভিনেত্রী কাজল (Kajol)। এই বছরে অজয়ের জন্মদিন পড়েছে মরাঠি নববর্ষের দিন। অর্থাৎ আজই গুড়ি পাড়বা।
কাজলের মজার শুভেচ্ছা
সোশ্যাল মিডিয়ায় অজয়ের সঙ্গে ছবি আপলোড করে গুড়ি পাড়বার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে মজার কথোপকথন লিখেছেন তিনি। যেন প্রিয় মানুষটিকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর কথা তাঁর মনেই নেই। আর সেই কথা না কি খোদ 'বার্থডে বয়'ই তাঁকে মনে করিয়ে দিচ্ছেন।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কাজল লেখেন, 'আমি: গুড়ি পাড়বা নীত বোল গড়বা! (গুড়ি পাড়বার শুভেচ্ছা।)/অজয়: শুভ জন্মদিন তো বলে দাও।'
View this post on Instagram
কাজলের পোস্টে হার্ট ইমোজি দিয়ে কমেন্ট করেছেন অভিনেতা।
অক্ষয় কুমারও 'সিঙ্ঘম' অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। ৫৩ বছরে পা দিলেন অজয় দেবগণ। অক্ষয়ের সঙ্গে 'সূর্যবংশী' ছবিতে ক্যামিও চরিত্রে কাজ করতে দেখা গেছে অজয়কে। ওই ছবিরই একটি দৃশ্য পোস্ট করে শুভেচ্ছা জানান অক্ষয়।
আরও পড়ুন: Kapil Sharma Birthday: 'ভাই' কপিল শর্মাকে অভিনব কায়দায় জন্মদিনের শুভেচ্ছা অক্ষয় কুমারের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)