Karan Johar Birthday Bash: কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে দেখা গেল না যে বলি তারকাদের
Bollywood Gossip: বলি পাড়ার হেন কোনও তারকা নেই, যাঁকে দেখা গেল না কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে। কিন্তু সত্যিই কি সবাই ছিলেন সেখানে?
মুম্বই: গত ২৫ মে ছিল কর্ণ জোহরের জন্মদিন। নিজের ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করেছিলেন বিরাট পার্টির। কে উপস্থিত ছিলেন না সেখানে। বি টাউনের প্রথম সারির তারকাদের থেকে শুরু করে প্রায় সমস্ত তারকারাই হাজির ছিলেন কর্ণ জোহরের বার্থ ডে ব্যাশে। শাহরুখ খান, সলমন খান, আমির খান, কাজল, রানি মুখোপাধ্যায়, রণবীর কপূর, রণবীর সিংহ, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, গৌরী খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, প্রীতি জিন্টা, জুহি চাওলা থেকে আজকের প্রজন্মের কিয়ারা আডবাণী, সনয়া কপূর, জাহ্নবী কপূর কিংবা মানুষী চিল্লারকে দেখা যায় রেড কার্পেটে হাঁটতে। বান্ধবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন হৃত্বিক রোশন। বলি পাড়ার হেন কোনও তারকা নেই, যাঁকে দেখা গেল না কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে। কিন্তু সত্যিই কি সবাই ছিলেন সেখানে? কর্ণ জোহরের জন্মদিনের পার্টির ছবি, ভিডিও সামনেই আসতেই নেট নাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন, যাঁদের সেখানে দেখা যায়নি তাঁদের প্রসঙ্গে।
কর্ণ জোহরের পার্টিতে দেখা গেল না যাঁদের-
ঝাঁ চকচকে গ্ল্যামারে ভরা ছিল কর্ণ জোহরের জন্মদিনের পার্টি। তারকারা এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। রুপোলি পর্দার দুনিয়ার ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়েছিলেন চোখ ধাঁধানো পোশাকে। রেড কার্পেটে উপচে পড়ছিল গ্ল্যামার। কর্ণ জোহরের জন্মদিনের পার্টির ছবি, ভিডিও সামনে আসতেই নেট নাগরিকদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটি তালিকা। সেই তালিকায় তাঁদের নাম রয়েছে, যাঁদের দেখা যায়নি সেখানে। আন্দাজ করতে পারছেন নামগুলো?
১. কঙ্গনা রানাউত- বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে কর্ণ জোহরের সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তা অজানা নয় কারও। একাধিক সময়ে কর্ণ বিঁধে মন্তব্য করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নেপোটিজম প্রসঙ্গে কর্ণকে উদ্দেশ্য করে নানা বিতর্কিত মন্তব্যও করেন কঙ্গনা। তাই নেট নাগরিকরাও অপেক্ষায় ছিলেন এটা দেখার জন্য যে, পেশাগত দিক থেকেও নিজের ৫০তম জন্মদিনে বলিউডের 'কুইন'কে আমন্ত্রণ জানান কিনা কর্ণ। যদিও কর্ণ কঙ্গনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিনা জানা নেই, তবে, পার্টিতে দেখা যায়নি কঙ্গনাকে।
আরও পড়ুন - Bhuban Badyakar New Song: 'কাঁচা বাদাম'-এর পর ভুবন বাদ্যকরের নতুন গান ঝড় তুলেছে নেট দুনিয়ায়
২. কার্তিক আরিয়ান- বি টাউনে কোনও গডফাদার ছাড়াই নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন কার্তিক আরিয়ান। একের পর এক হিট ছবি উপহার দিয়ে তাঁক অনুরাগীর সংখ্যাও নজরকাড়া। সদ্য়ই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু'। আর মুক্তি পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহতেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই ছবি। কিন্তু বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে ফেললেও কর্ণ জোহরের সঙ্গে তাঁর সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তা প্রকাশ্যে আসে যখন 'দোস্তানা টু' থেকে বাদ পড়েন অভিনেতা। কারণ জানা যায়নি। পেশাদারিত্বের কারণে কোনও পক্ষই মুখ খোলেনি এই প্রসঙ্গে। কিন্তু সমস্যা যে কিছু একটা রয়েছে, তা বুঝতে আর বাকি নেই কারও। সেই কার্তিক আরিয়ানকেও দেখা যায়নি কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে।
৩. দীপিকা পাড়ুকোন- কর্ণ জোহরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বন্ধুত্ব অজানা নয় কারও। সেই দীপিকাকে পার্টিতে দেখা না যাওয়ায় কিছুটা অবাক হলেও কারণটা স্পষ্ট। এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
৪. আলিয়া ভট্ট- কর্ম জোহরের প্রিয় 'স্টুডেন্ট' আলিয়া ভট্ট। পরিচালককে জন্মদিনে শুভেচ্ছা জানালেও আসতে পারেননি পার্টিতে। কারণ? এই মুহূর্তে হলিউড প্রোজেক্টের কারণে বিদেশে রয়েছেন আলিয়া।
৫. শ্রদ্ধা কপূর- কর্ণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে দেখা গেল না শক্তি কপূর কন্যা শ্রদ্ধাকেও।
৬. ফারহান আখতার- বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ফারহান আখতারও উপস্থিত ছিলেন না।
৭. জন আব্রাহাম- অনুরাগীরা অপেক্ষায় ছিলেন 'দোস্তানা' তারকাকে কর্ণ জোহরের পার্টিতে দেখার জন্য। কিন্তু তাঁদের সেই আশা পূরণ হল না।