Kangana Ranaut: এক বিশেষ কারণে বিয়ে করতে পারছেন না কঙ্গনা
শীঘ্রই মুক্তি পাবে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) আগামী ছবি 'ধাকড়' (Dhaakad)। তারই প্রচারের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী।
মুম্বই: মনের কথা সহজে মুখে প্রকাশ করে দেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। রাখঢাক করে কথা বলা তাঁর নাপসন্দ। তাই তো নানা সময়ে নিজের মন্তব্যের জেরে বিপাকেও পড়তে হয় তাঁকে। বলিউডে যখন একের পর এক তারকার বিয়ের সানাই বাজছে, তখন কঙ্গনা রানাউতকেও তাঁর বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। আর কী কারণে বিয়ে করতে পারছেন না অভিনেত্রী, সে কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি।
কেন বিয়ে করতে পারছেন না কঙ্গনা?
শীঘ্রই মুক্তি পাবে কঙ্গনা রানাউতের আগামী ছবি 'ধাকড়' (Dhaakad)। তারই প্রচারের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে কবে তিনি বিয়ে করবেন। হাসতে হাসতে কঙ্গনা উত্তর দেন, 'কে আর বাস্তব জীবনে আমার হাতে মার খেতে চাইবে! আমি বিয়ে করতে পারছি না। কারণ, আমাকে নিয়ে নানা গুজব রটানো হয়েছে। আর সেই গুজবে বলা হচ্ছে যে, আমি নাকি ছেলেদের ধরে ধরে মারি। এই কারণেই বিয়ে করতে পারছি না।' যদিও গোটাটাই মজার ছলে বলেন কঙ্গনা।
আরও পড়ুন - KL Rahul Athiya Shetty Wedding: রাহুল-আথিয়ার বিয়ে প্রসঙ্গে এ কী বললেন সুনীল শেট্টি! অবাক নেট দুনিয়া
'ধাকড়' ছবিতে কঙ্গনা রানাউতের সঙ্গে দেখা যাবে অর্জুন রামপালকেও। এক সাক্ষাৎকারে অভিনেতাকে কঙ্গনার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। বাস্তব জীবনে অভিনেত্রী কেমন, তা জানতে চাওয়া হলে অর্জুন রামপাল বলেন, 'আমি শুধু বলতে পারি, কঙ্গনা অসাধারণ একজন অভিনেত্রী। কিন্তু পর্দায় আমরা ওকে যেমন দেখি, বাস্তবে ও একেবারেই তেমন নয়। বাস্তব জীবনে কঙ্গনা খুবই মিষ্টি একটা মেয়ে। ও ঈশ্বর বিশ্বাসী। ভয়ও পায়। পুজো-পাঠ করে। আর ফিট থাকার জন্য যোগাভ্যাস করে। ও খুবই সাধারণ একটা মানুষ।' প্রসঙ্গত, কঙ্গনা রানাউত - অর্জুন রামপালের স্পাই থ্রিলার 'ধাকড়' মুক্তি পাবে আগামী ২০ মে।
অন্যদিকে, অভিনেত্রী ছাড়াও সঞ্চালক হিসেবেও সফল কঙ্গনা রানাউত। সদ্যই তাঁর শো 'লক আপ' শেষ হয়েছে। এবং সঞ্চালক হিসেবে দর্শকের প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।