এক্সপ্লোর
Advertisement
কঙ্গনার নেপোটিজমের তত্ত্ব হালে পানি পায়নি, কথা রাখতে পদ্মশ্রী ফেরত দেওয়া উচিত , মন্তব্য আদিত্য পাঞ্চোলির
আদিত্য বলেন, ‘ওঁকে বলুন এখুনি যেন পদ্মশ্রী ফেরত দিয়ে দেন কারণ তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ব্যাপারে ভুল প্রমাণিত হয়েছেন।সুশান্তের বাবা পাটনায় যে রিপোর্ট দায়ের করেছেন সেখানে স্বজন পোষণের উল্লেখ নেই। তিনি স্পষ্ট করে রিয়ার বিরুদ্ধে ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করেছেন। কঙ্গনা ইন্ডাস্ট্রির লোকজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সবার সময়ই নষ্ট করছেন।’
মুম্বই: কঙ্গনা রানাউতের কথা রাখা উচিত। তাঁর উচিত পদ্মশ্রী ফেরত দিয়ে দেওয়া। কারণ সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় তাঁর স্বজনপোষণের তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছ। সম্প্রতি এক সাক্ষাতকারে এমনই মন্তব্য করেছেন আদিত্য পাঞ্চোলি। আদিত্য বলেন, ‘ওঁকে বলুন এখুনি যেন পদ্মশ্রী ফেরত দিয়ে দেন কারণ তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ব্যাপারে ভুল প্রমাণিত হয়েছেন।সুশান্তের বাবা পাটনায় যে রিপোর্ট দায়ের করেছেন সেখানে স্বজন পোষণের উল্লেখ নেই। তিনি স্পষ্ট করে রিয়ার বিরুদ্ধে ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করেছেন। কঙ্গনা ইন্ডাস্ট্রির লোকজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সবার সময়ই নষ্ট করছেন।’ প্রসঙ্গত, কঙ্গনা এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘আমি যদি সোশ্যাল মিডিয়ায় কিছু বলে থাকি, যদি সেটা আমি যাচাই করতে ও প্রমাণ করতে না পারি, তবে আমি পদ্মশ্রী ফেরত দিয়ে দেব।’ কঙ্গনার এই বক্তব্য তুলে ধরেই আদিত্য-র এই মন্তব্য।
সুশান্তের মৃত্যু নিয়ে কঙ্গনা রানাওয়াত অনেকগুলি টুইট করেছেন, তাতে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের মতো অভিযোগ ঘিরে সোচ্চার হয়েছেন। আদিত্য বলেন, ‘যে থালায় খাওয়া হয় তাতে কখনও ছিদ্র করতে নেই। কি আর বলব ওই মহিলার ব্যাপারে, ওঁর বিরুদ্ধে আমাদের মানহানির মামলা চলছে। আমি এবং আমার পরিবারকে নিয়ে কোনও কথাই বলা উচিত নয় ওই মহিলার।’
উল্লেখ্য, এর আগে কঙ্গনা হেনস্থার অভিযোগ তোলেন আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে। তিনি বলেছিলেন, ‘ আমার বাবার বয়সী ওই ব্যক্তি আমায় এত জোরে মেরেছিলেন যে আমার মাথা ফেটে রক্ত পড়ছিল, আমি মাটিতে বসে পড়েছিলাম। আমার তখন বয়স ১৭ হবে। এরপর আমি আমার জুতো নিয়ে আদিত্যর মাথায় মারি এবং তাঁর মাথা থেকেও রক্ত বের হয়।’ কঙ্গনার তোলা নানা অভিযোগের প্রতিবাদ জানিয়েই আদিত্য মানহানির মামলা দায়ের করেন কঙ্গনার বিরুদ্ধে।
তাঁর ছেলে সূরযের নাম সুশান্ত সিংয়ের মৃত্যুর সঙ্গে জড়িত থাকা প্রসঙ্গে আদিত্য বলেন, ‘একজন বোকা মানুষ কিছু পোস্ট করল আর প্রধান সংবাদমাধ্যগুলি তাই বিশ্বাস করে এটাকে ইস্যু বানিয়ে দিল। এটা ঠিক নয়। সকলকে দায়িত্ববান হওয়া প্রয়োজন, আমরা এখন খুব বেদনার মধ্য দিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় নেই কিন্তু সেখানে সূরযকে খুনি হিসাবে ট্রোল করা হচ্ছে। এই কারণেই সূরজ তাঁর মন্তব্যের জায়গা বন্ধ করে রেখেছে সোশ্যাল মিডিয়াতে। এগুলো কী?’
সুশান্তর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানকে সূরজ জানতেন এবং সুশান্তের মৃত্যুর আগের রাতে সূরজ পার্টি করেছিলেন বলে যে সব রিপোর্ট সামনে এসেছিল, সেগুলি খারিজ করে দিয়েছেন সূরজ ও তাঁর মা জারিনা ওয়াহাব-উভয়েই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement