![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kangana Ranaut Update: নয়া অবতারে কঙ্গনা রানাউত, এবার রিয়েলিটি শোয়ের সঞ্চালনায় অভিনেত্রী
Kangana Ranaut Update: একতা কপূরের অল্ট বালাজির সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডলে এই অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়েছে সোমবারই।পোস্টার শেয়ার করে লেখা হয়, 'একতা আর কপূর ঘোষণা করতে চলেছেন সবচেয়ে বড় রিয়েলিটি শো'।
![Kangana Ranaut Update: নয়া অবতারে কঙ্গনা রানাউত, এবার রিয়েলিটি শোয়ের সঞ্চালনায় অভিনেত্রী Kangana Ranaut to host Ekta Kapoor's upcoming reality show Kangana Ranaut Update: নয়া অবতারে কঙ্গনা রানাউত, এবার রিয়েলিটি শোয়ের সঞ্চালনায় অভিনেত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/01/cc864f1cd4616987b2ed38168ae6ed7d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর বিতর্কিত মন্তব্য পাশে সরিয়ে রাখলে অভিনয় দক্ষতার প্রশংসা না করে পারা যায় না। তবে এবার তাঁকে দেখা যাবে অন্য ভূমিকায়। প্রযোজক একতা কপূরের (Ekta Kapoor) আগামী রিয়েলিটি শোয়ের সঞ্চালনার (Reality Show Host) দায়িত্বে থাকবেন কঙ্গনা।
জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে এই খবরটি নিশ্চিত করেন। যদিও পরে সেই পোস্ট তিনি মুছেও দেন। একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'আমার সর্বপ্রথম শো সঞ্চালনা করতে চলেছি! লেডি বস একতা কপূরের জন্য।'
অন্যদিকে একতা কপূরের অল্ট বালাজির সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডলে এই অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়েছে সোমবারই। পোস্টার শেয়ার করে লেখা হয়, 'একতা আর কপূর ঘোষণা করতে চলেছেন সবচেয়ে বড় এবং ভয়হীন রিয়েলিটি শো'।
আরও পড়ুন: Aparshakti Khurana Update: 'যব খুলি কিতাব' ছবির শ্যুটিং শেষ করলেন অপারশক্তি খুরানা
View this post on Instagram
ঘনিষ্ঠ সূত্রে খবর, একতা কপূর বিশাল বড় একটি রিয়েলিটি শো নিয়ে আসতে চলেছেন যা ভারতীয় দর্শক এর আগে দেখেননি। যদিও অনুষ্ঠানের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। শোয়ের মূল কনসেপ্টও এখনও অজানা। তবে বিভিন্ন সূত্র মারফত খবর এই ওটিটি শো বিখ্যাত মার্কিনি অনুষ্ঠান 'টেম্পটেশন আইল্যান্ড'-এর ভারতীয় সংস্করণ হতে চলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)