এক্সপ্লোর
Advertisement
আইনি ফাঁসে কঙ্গনার থালাইভি, জয়ললিতার ভাবমূর্তি খারাপ করা হচ্ছে, অভিযোগ নেত্রীর ভাইঝির
জয়ললিতার ভাইঝির দাবি, ছবিতে তাঁর পিসির ভাবমূর্তি বেঠিকভাবে দেখানো হয়েছে।
চেন্নাই: কঙ্গনা রানাওয়াতের থালাইভি-র ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বিতর্ক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতা জয়রামের এই বায়োপিকে জয়ললিতার চরিত্রে রয়েছেন কঙ্গনা। কিন্তু জয়ললিতার ভাইঝির দাবি, ছবিতে তাঁর পিসির ভাবমূর্তি বেঠিকভাবে দেখানো হয়েছে।
জয়ললিতার ভাইঝি দীপা মাদ্রাজ হাইকোট্রে ছবির পরিচালক এএল বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছেন। এক মাস আগেও তিনি ছবির তিন নির্মাতা গৌতম মেনন, বিষ্ণুবর্ধন ও এএল বিজয়ের বিরুদ্ধে আইনি নোটিশ দেন। দাবি করেন, ছবি করার আগে তাঁদের পরিবারের অনুমতি নেওয়া হয়নি। তাঁর বক্তব্য, স্রেফ ব্যবসার জন্য এই ছবি তৈরি হচ্ছে, জয়ললিতার চরিত্র ভালভাবে নাও দেখানো হতে পারে। তাঁর পিসির জীবনের ৫টি ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি, অথচ তাঁদের পরিবারের অনুমতি নেওয়ার দরকার মনে করেননি কেউ।
দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত দীপাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। যদিও থালাইভি নির্মাতারা দাবি করেছেন, তাঁরা জয়ললিতার ভাইপো দীপক কুমারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছেন। হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে থালাইভি। কঙ্গনার সঙ্গে ছবিতে দেখা যাবে অরবিন্দ স্বামীকে। আগামী বছর ২৬ জুন মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement