এক্সপ্লোর
Advertisement
৮২-তে চলে গেলেন শাহরুখের 'স্বদেশ'-এর 'কাবেরী আম্মা' কিশোরী বল্লাল
৬০-এর দশকে কন্নড় সিনেমায় প্রবেশ দক্ষিণ কন্নড় জেলায় জন্ম হওয়া কিশোরীর। দীর্ঘ ৫ বছরের কেরিয়ারে বিভিন্ন ভাষায় ৭৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
বেঙ্গালুরু: চলে গেলেন শাহরুখ খানের ২০০৪ -এর স্বদেশ ছবিতে অভিনয় করা কিশোরী বল্লাল। বার্ধক্যসংক্রান্ত নানা অসুখে ভুগে ৮২ বছর বয়সে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তাঁর পরিবার সূত্রে খবর। কন্নড় চলচ্চিত্র জগতের এই নামী অভিনেত্রী স্বদেশ-এ শাহরুখের মায়ের চরিত্রে দাগ কেটেছিলেন।
HEARTBROKEN! ????
Terribly sad about the passing away of #KishoriBallal ji!!
Kishori ji... you will be remembered for your generously kind, warm and affable persona!
And your unforgettable performance as #Kaveriamma in #Swades !!
You will surely be missed!! ????♂️ pic.twitter.com/DIAlnhLOgu
— Ashutosh Gowariker (@AshGowariker) February 18, 2020
৬০-এর দশকে কন্নড় সিনেমায় প্রবেশ দক্ষিণ কন্নড় জেলায় জন্ম হওয়া কিশোরীর। দীর্ঘ ৫ বছরের কেরিয়ারে বিভিন্ন ভাষায় ৭৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বাকি ভারত তাঁকে চিনেছে মূলত ২০০৪ -এ পরিচালক আশুতোষ গোয়াড়িকরের ছবি স্বদেশ-এ শাহরুখ অভিনীত চরিত্র মোহন ভার্গবের কাছে মাতৃসম কাবেরী আম্মার ভূমিকায় দেখে। রানি মুখার্জির ‘আইয়া’, দীপিকা পাড়ুকোনের ‘লাফাঙ্গে পরিন্দে’ ছবিতেও ছিলেন তিনি। দক্ষিণের ভরতনাট্যম নৃত্যশিল্পী এন শ্রীপতি বল্লালের সঙ্গে বিয়ে হয় তাঁর।
কিশোরীর মৃত্যুতে ট্যুইটারে গভীর শোক জানিয়ে গোয়াড়িকর লিখেছেন, হৃদয়বিদারক সংবাদ। কিশোরী বল্লারিজি, কিশোরীজির চিরবিদায়ে গভীর বেদনা অনুভব করছি। উদার,দয়াময়, উষ্ণ, আন্তরিক ব্য়ক্তিত্বের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন আপনি। আর আপনার স্বদেশ ছবিতে কাবেরীআম্মার ভূমিকায় অভিনয় কোনওদিন ভোলা যাবে না। আপনার অভাব নিশ্চিত ভাবেই অনুভব করব।
আরও বহু মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত অভিনেত্রীকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement