Kapil Sharma Update: 'এসব অভিযোগ মিথ্যা', বিবেক অগ্নিহোত্রীর দাবি অস্বীকার কপিল শর্মার
Kapil Sharma Update: এক ট্যুইটের উত্তরে পরিচালক লেখেন, 'ওরা (দ্য কাশ্মীর ফাইলস) আমাদের অনুষ্ঠানে ডাকতে অস্বীকার করেছে কারণ আমাদের কোনও বড় তারকা অভিনেতা নেই।'
নয়াদিল্লি: ফের বিতর্কে জড়ালেন কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma)। তাঁর জনপ্রিয় অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো'-এ (The Kapil Sharma Show) চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) 'দ্য কাশ্মীর ফাইলস'-এর (The Kashmir Files) তারকাদের আমন্ত্রণ না করার জন্য নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন। ট্রোল হতে হল তাঁকে সোশ্যাল মিডিয়ায়।
গত ৪ মার্চ ট্যুইটারে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর একটি পোস্ট করেন। এক ট্যুইটার ব্যবহারকারী কপিল শর্মাকে ট্যাগ করে লেখেন, 'কাশ্মীর ফাইলস ছবির প্রচার আপনার শোয়ে দেখতে চাইব।' সেই ট্যুইটের উত্তরে পরিচালক লেখেন, 'ওরা (দ্য কাশ্মীর ফাইলস) আমাদের অনুষ্ঠানে ডাকতে অস্বীকার করেছে কারণ আমাদের কোনও বড় তারকা অভিনেতা নেই।'
They refused to call us on their show because we don’t have big commercial star. #FACT https://t.co/sQvOd3olSW
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 4, 2022
কিন্তু অবশেষে বিবেক অগ্নিহোত্রীর তোলা কপিল শর্মার বিরুদ্ধে অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন কমেডিয়ান। এক ট্যুইটার ব্যবহারকারী লেখেন, 'কাশ্মীর ফাইলসকে প্রচার করতে কেন ভয় পাচ্ছেন কপিল? কীসের এত ভয় ছিল যে বিবেক অগ্নিহোত্রী ও তাঁর ছবির স্টারকাস্টকে নিজের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাননি? আপনার বড় ভক্ত ছিলাম, কিন্তু আপনি আমাকে ও লক্ষ লক্ষ টিকেএসএস ভক্তকে হতাশ করেছেন। আপনাকে বয়কট করছি।'
এর উত্তরে কপিল শর্মা লেখেন, 'রাঠৌর সাহেব এসব সত্য নয়। আপনি জিজ্ঞেস করলেন তাই বলছি। বাকি যাঁরা এটাই সত্যি মেনে নিয়েছেন তাঁদের বিশ্লেষণ করে কী লাভ! একজন অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হিসাবে শুধু একটি পরামর্শ - আজকের সোশ্যাল মিডিয়ার জগতে কখনও একতরফা গল্পে বিশ্বাস করবেন না।'
यह सच नहीं है rathore साहब 😊 आपने पूछा इसलिए बता दिया, बाक़ी जिन्होंने सच मान ही लिया उनको explanation देने का क्या फ़ायदा. Just a suggestion as a experienced social media user:- never believe in one sided story in today’s social media world 😊 dhanyawaad 🙏 https://t.co/pJxmf0JlN5
— Kapil Sharma (@KapilSharmaK9) March 10, 2022
সম্প্রতি হ্যাশট্যাগ বয়কট কপিল (#BoycottKapil) ট্রেন্ড করতে থাকে সোশ্যাল মিডিয়ায়। বিবেক অগ্নিহোত্রীর বিস্ফোরক মন্তব্যের পরেই এই ট্রেন্ড শুরু হয়।