এক্সপ্লোর
Advertisement
বলিউডের কোন নায়িকার ওপর ক্রাশ, শাহরুখের পার্টিতে আমন্ত্রণ ছাড়া গিয়ে কেমন ব্যবহার পেয়েছিলেন, খোলাখুলি কপিল শর্মা
মুম্বই: কমেডিয়ান কপিল শর্মা, তাঁর রসবোধ, কৌতুকবোধ সম্পর্কে সকলেরই স্পষ্ট ধারনা রয়েছে। কিন্তু কফি উইথ কর্ণ-এ তাঁর এপিসোডটি যে সকলের এত প্রিয় হয়ে উঠবে কেউ বোধহয় সেটা বুঝতে পারেননি। সেখানে কমেডিয়ান কপিলকে বলতে শোনা গেছে তাঁর জীবনের বেশ কিছু গোপন কথা, বলিউডের কোন নায়িকার প্রতি তাঁর ক্রাশ আছে সেকথা। এছাড়া তিনি একবার আমন্ত্রণ ছাড়া গিয়েছিলেন শাহরুখ খানের পার্টিতে, সেখানে তিনি কেমন ব্যবহার গৌরী-শাহরুখের থেকে পেয়েছেন সেকথাও জানিয়েছেন।
শোয়ে কর্ণ কপিলকে জিজ্ঞেস করেন, সেক্স-এর জন্যে তিনি কী করেন? এই প্রশ্ন শুনে হতবাক কপিল জানতে চান শোয়ের নাম কফি উইথ কর্ণ নাকি ..... উইথ কর্ণ!
এরপর কপিলের লাভ লাইফ সম্পর্কে জানতে চাইলে কমেডিয়ান বলেন, তিনি একাধিক মেয়ের প্রেমে একাধিকবার পড়েছেন। তাঁর জীবনে বহু নারী রয়েছে। তারপর তিনি জানান, বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের প্রতি তাঁর মারাত্মক ক্রাশ রয়েছে। এছাড়া তিনি একবার আমন্ত্রণ ছাড়া শাহরুখের বাড়ি মান্নাতের পার্টিতে গিয়েছিলেন। সেখানে তিনি আমন্ত্রিতদের তালিকায় না থাকলেও, তাঁকে যথেষ্ট উষ্ণ আপ্যায়নই দেন গৌরী-শাহরুখ।
তবে সব শেষে কপিল এই শোয়ে আসতে পারার জন্যে কর্ণকে ধন্যবাদও জানিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement