Kareena Kapoor Khan: পর্দায় করিনা কপূরের সঙ্গে প্রেম! উদ্বেগে কী করেছিলেন বিজয়?
Vijay Varma: এই ছবিতে, বিজয়ের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ছিল করিনার। তবে, যখন এই দৃশ্যের শ্যুটিং শুরু হয়, তখন করিনার সিক্যুয়েন্স ছিল বিজয়কে দেখে একটি গানের কলি গাওয়ার।
![Kareena Kapoor Khan: পর্দায় করিনা কপূরের সঙ্গে প্রেম! উদ্বেগে কী করেছিলেন বিজয়? Kareena Kapoor Khan: Vijay Varma says he was nervous shooting a romantic scene with Kareena Kapoor, know what he said Kareena Kapoor Khan: পর্দায় করিনা কপূরের সঙ্গে প্রেম! উদ্বেগে কী করেছিলেন বিজয়?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/feb2fd2f1f8332a5bee8c9e4f871e6ea169504402042049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: করিনা কপূর (Kareena Kapoor)-এর নতুন ছবি 'জানে জান' (Jaane Jaan)-এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন বিজয় বর্মা (Vijay Varma) ও জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat)-কে। সম্প্রতি, শেহনাজ গিলের (Shanaaz Gill)-এর একটি শো-তে, করিনার সঙ্গে কাজ করা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছিলেন বিজয় ও জয়দীপ।এই ছবিতে একজন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা গিয়েছে করিনাকে।
এই ছবিতে, বিজয়ের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ছিল করিনার। তবে, যখন এই দৃশ্যের শ্যুটিং শুরু হয়, তখন করিনার সিক্যুয়েন্স ছিল বিজয়কে দেখে একটি গানের কলি গাওয়ার। সেই দৃশ্যে অভিনয় করার সময় নাকি এতটাই টেনশনে পরে গিয়েছিলেন বিজয়, যে রীতিমতো ঘেমে গিয়েছিলেন। বিজয় বলছেন, 'করিনা জানেন যে উনি কতটা আকর্ষণীয় আর সেটাকে ভীষণভাবে অভিনয়ে ব্যবহার করতে জানেন।'
'জানে জান'-এর শ্যুটিং শেষ হওয়ার পরে বিজয় ও জয়দীপের ভূয়সী প্রশংসা করেছিলেন করিনা। ছবি মুক্তির পরেও একাধিকবার করিনা জানিয়েছেন, বিজয় ও জয়দীপ কতটা ভাল অভিনেতা। তবে করিনার থেকে প্রশংসা পেতে নাকি রীতিমতো লজ্জা পেয়েছিলেন বিজয় ও জয়দীপ। বিজয়ের কথায়, 'ওঁর ছবি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। করিনার অভিনয়সত্ত্বা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। ওঁর থেকে প্রশংসা পেতে সত্যিই লজ্জা হয়।' এই ডার্ক থ্রিলারে একটি খুনের মামলা রয়েছে, আর রয়েছে একাধিক চরিত্র। সিঙ্গল ও ডিভোর্সি মায়ের ভূমিকায় দেখা যাবে করিনাকে যিনি তাঁর স্বামীকে হত্যার চেষ্টা করছেন।
সম্প্রতি, আলিয়া ভট্টের সঙ্গে বেশ কয়েকটি ফটোশ্যুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছিলেন করিনা। করিনার সঙ্গে পারিবারিক সম্পর্কও রয়েছে আলিয়ার। পর্দার 'রানি'-র স্বামী রণবীর কপূর (Ranbir Kapoor) করিনার ভাই। তবে, দুই অভিনেত্রীর মধ্যে ভাল রসায়ন থাকলেও পর্দায় তাঁদের কখনও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এর আগে, 'উড়তা পাঞ্জাব' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের, তবে পর্দা ভাগ করে নেননি তাঁরা। দুজনকেই দেখা গিয়েছিল গল্পের আলাদা আলাদা অধ্যায়ে। তবে সদ্য শেয়ার করা ছবিগুলি দেখে মনে হল, শ্যুটিং ফ্লোরেই রয়েছেন তাঁরা। এই শ্যুটিং সম্পর্কে বিশেষ কোনও তথ্য না দিলেও বোঝা যায়, কোনও বিজ্ঞাপনের জন্যই শ্যুটিং সারছেন তাঁরা। নজর কাড়ে আলিয়ার ক্যাপশন। করিনার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে নিয়ে আলিয়া লিখেছেন, 'এর থেকে ভাল আর কিছু হতেই পারে না। আচ্ছা, কেউ কি আমাদের দুজনকে কোনও একটি ছবিতে একসঙ্গে কাস্ট করতে পারেন। তবে আমরা অবশ্য সেটে অবসর সময়টা একে অপরের আয়না হয়েই কাটিয়ে দেব।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)