Cinema Ticket Price: মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলেই পকেটে টান? এবার সব হলেই টিকিটের দাম ২০০ টাকা!
Inox and PVR: সিনেমার সঙ্গে এখন যেন অপরিহার্য ভাবে জুড়ে গিয়েছে পপকর্ণ আর নরম পানীয়। অনেক জানতে চেয়েছেন, সেগুলির দাম কি কমবে?

কলকাতা: সিনেমা দেখতে ভালবাসেন? নিজের ইচ্ছে মতো সময়ে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন? তাহলে অবশ্যই আপনার জন্য পছন্দের অপশন হতে পারে পিভিআর (PVR) এবং আইনক্স (INOX)। যেহেতু এখানে অনেকগুলো শো টাইমিং থাকে, সেহেতু সহজেই বেছে নেওয়া যায় পছন্দ মতো সময় এবং শো। এই কারণে অনেকে সিঙ্গল স্ক্রিন ছেড়ে ভিড় জমান পিভিআর (PVR) এবং আইনক্স (INOX)-এ। বেশি দাম হলেও, অনেকগুলো শো টাইমিং আর সুবিধাজনক জায়গায় হওয়ার জন্য অনেকেই বেছে নেন পিভিআর (PVR) এবং আইনক্স (INOX)।
তবে এই প্রেক্ষাগৃহগুলি বাছার জন্য মূল যেটা বাধা হয়ে দাঁড়ায়, সেটা হল টিকিটের দাম। সিঙ্গল স্ক্রিনে সিনেমার টিকিটের দাম সাধারণ মানুষের অনেকটাই ধরাছোঁয়ার মধ্যে। তবে পিভিআর (PVR) এবং আইনক্স (INOX)-এ সেই দাম অনেক ক্ষেত্রেই নাগালের বাইরে। হলিউড বা বলিউড সিনেমা হলে, মুক্তির পর পর টিকিটের দাম থাকে কার্যত আকাশছোঁয়া। অনেক সময় টিকিটের দাম ১০০০ টাকা পর্যন্ত পেরিয়ে যায়। এমনকি সিনেমা রিলিজ হয়ে যাওয়ার সপ্তাহ ৩ পরেও টিকিটের দাম ২৫০-র নিচে নামতে চায় না। এই কারণে অনেকেই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার থেকে পিছিয়ে আসেন। আর এই সমস্ত পরিস্থিতি বিচার করে এবার বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার।
কর্ণাটকে সরকারের তরফে বেঁধে দেওয়া হল পিভিআর (PVR) এবং আইনক্স (INOX)-এর টিকিটের দাম। জানা যাচ্ছে, এই নিয়ম শুধু আঞ্চলিক ভাষার ছবি জন্য নয়। রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে ও পর্দায় যে কোনও ভাষার ছবির টিকিটের দাম ২০০ টাকা। এই দামের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে করও। টিকিটের মোট দাম ২০০ টাকা ছাড়াবে না। ক্রিনের ধরন বা আসনের ধরন যেমনই হোক, এই টিকিটের দামে কোনও পার্থক্য থাকবে না বলেই সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কর্নাটক সরকারের পক্ষ থেকে কর্নাটক সিনেমা রেগুলেশন রুলস ২০১৪-এর কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবনার বিষয়টি প্রকাশ করা হয়েছে মানুষের জন্য। কারও যদি কোনও আপত্তি থাকে বা কোনও পরামর্শ থাকে, তা হলে তাঁকে আগামী ১৫ দিনের মধ্যে জানাতে হবে। এবার এই নিয়েই শুরু হয়েছে আলোচনা।
সিনেমার সঙ্গে এখন যেন অপরিহার্য ভাবে জুড়ে গিয়েছে পপকর্ণ আর নরম পানীয়। অনেক জানতে চেয়েছেন, সেগুলির দাম কি কমবে? তবে অন্যান্য রাজ্য কর্ণাটক সরকারের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন।






















