ফের জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন, আসছে 'শেহজাদা'
'শেহজাদা' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রোহিত ধবন। ছবি প্রযোজনায় ভূষণ কুমার, অল্লু অরবিন্দ ও অমন গিল। নির্মাতা ছবির লোগোর সঙ্গে ঘোষণা করলেন মুক্তির তারিখও।
![ফের জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন, আসছে 'শেহজাদা' Kartik Aaryan-Kriti Sanon Reunite For 'Shehzada', Shoot Begins, Release Date Announced ফের জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন, আসছে 'শেহজাদা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/13/baaaad7270be4deb75af0665e53e8a4d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: 'লুকা ছুপি' ছবির পর ফের জুটি বাঁধতে চলেছেন অভিনেতা কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন। আসছে তাঁদের নতুন ছবি 'শেহজাদা'। ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী বছর ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।
'শেহজাদা' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রোহিত ধবন। ছবি প্রযোজনায় ভূষণ কুমার, অল্লু অরবিন্দ ও অমন গিল। বুধবার, ছবির নির্মাতারা সিনেমার লোগো প্রকাশ করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে ঘোষণা করেন ছবিমুক্তির তারিখও।
View this post on Instagram
প্রযোজক ভূষণ কুমারের কথায়, 'আমরা বহুদিন ধরেই বড় মাপের ফ্যামিলি অ্যাকশন-প্যাকড মিউজিক্যাল ছবি তৈরির ইচ্ছে ছিল। রোহিত ধবন, অল্লু অরবিন্দ, অমন গিলের সঙ্গে কাজ করতে পেরে খুব উৎসাহিত। আমি ভীষণভাবে অপেক্ষায় করছি কার্তিক, কৃতি, প্রীতম ও গোটা টিমের তৈরি ম্যাজিক দেখার জন্য।'
নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির লোগো পোস্ট করে অভিনেতা লেখেন, 'শেহজাদা, দুনিয়ার সবচেয়ে গরিব রাজপুত্র'। মুম্বইয়ে মঙ্গলবার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শ্যুটিং। ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল, মণিশা কৈরালা, রণিত রায়কেও। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন সঙ্গীত পরিচালক প্রীতম।
আরও পড়ুন: Aryan Khan Drug Case: আরিয়ান খানের জামিন মঞ্জুর হল না আজও, বৃহস্পতিবার ফের শুনানি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)