Freddy: 'ফ্রে়ডি' ছবির জন্য কীভাবে ১৪ কেজি ওজন বাড়িয়েছেন কার্তিক আরিয়ান?
ছবিতে চরিত্রের সঙ্গে নিজেকে সঠিকভাবে মানানসই করে তুলতে কার্তিক আরিয়ান বিভিন্ন ট্রেনিং সেশনে যোগ দিয়ে থাকেন। যাতে চরিত্রটিকে আরও সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন।
মুম্বই: বলিউডের বর্তমান অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) জনপ্রিয়তা চোখে পড়ার মতো। আগামী কয়েক মাসের মধ্যে বেশ কিছু নতুন ছবি আসতে চলেছে অভিনেতার। ছবিতে চরিত্রের সঙ্গে নিজেকে সঠিকভাবে মানানসই করে তুলতে কার্তিক আরিয়ান বিভিন্ন ট্রেনিং সেশনে যোগ দিয়ে থাকেন। যাতে চরিত্রটিকে আরও সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন। আগামী বছরই সিনেমাহলে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'ফ্রেডি'। ছবিতে অভিনেতার সঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলায়া এফকে। একতা কপূরের এই ছবিতে অভিনয় করার জন্য ওজনও বাড়াতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন - KBC 13: বিগ বি-র সামনে কান্নায় ভেঙে পড়লেন জেনিলিয়া ডিসুজা এবং রীতেশ দেশমুখ
সম্প্রতি কার্তিক আরিয়ানের ট্রেনার জানিয়েছেন যে, 'ফ্রেডি' ছবির চরিত্রে অভিনয় কররা জন্য অতিরিক্ত ১৪ কেজি ওজন বাড়িয়েছেন কার্তিক আরিয়ান। কীভাবে এতটা ওজন বাড়ালেন অভিনেতা, তাও ফাঁস করেছেন অভিনেতার ট্রেনার। এর আগে বলিউডের অন্যান্য বহু তাবড় অভিনেতার বডি ট্রান্সফরমেশন করিয়েছেন ট্রেনার সমীর জরুয়া। 'ফ্রেডি' ছবিতে ওজন বাড়িয়ে সঠিক চেহারা তৈরি করতে তাঁরই সাহায্য নিয়েছেন 'পতি পত্নী অউর উও' অভিনেতা।
আরও পড়ুন - Shahid Kapoor Next Movie: স্পোর্টস ড্রামার পর কি অ্যাকশন মুভিতে দেখা যাবে শাহিদ কপূরকে?
ওজন কমানোর জন্য যেমন পরিশ্রম করতে হয়ে, তেমনই ওজন বাড়াতেও গেলেও অনেক কড়া পরিশ্রম করতে হয়। সঠিক খাবার এবং সঠিক শরীরচর্চার মাধ্যমেই ওজন বৃদ্ধি সম্ভব। সম্প্রতি একটি বিবৃতিতে ট্রেনার সমীর জরুয়া বলছেন, 'বডি ট্রান্সফরমেশন মানেই শুধু রোগা বা ছিপছিপে চেহারা তৈরি করা নয়। অনেক সময় অতিরিক্ত ওজন বাড়ানোও বটে। সঠিক এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানো সম্ভব। কার্তিক খুবই নিয়মের সঙ্গে ১৪ কেজি ওজন বাড়িয়েছে। ওজন বাড়ানোর জন্য যে সমস্ত নিয়ম মেনে চলতে হয়, তা প্রত্যেকটা খুবই যত্নশীলভাবে মেনে চলেছে কার্তিক। তাই চরিত্রের সঙ্গে নিজেকে সঠিকভাবে মানানসই করে তুলতে ওর পরিশ্রম যথার্থ প্রশংসনীয়। পাশাপাশি ফ্রেডির কাজ শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী ছবিতে কাজ করার জন্য কার্তিক ইতিমধ্যেই ওজন কমাতেও শুরু করে দিয়েছে।'
প্রসঙ্গত, খুব শীঘ্রই রাম মাধবানির পরবর্তী ছবি 'ধামাকা'-তে ধামাকাদার পারফরম্যান্স নিয়ে হাজির হতে চলেছেন কার্তিক আরিয়ান। যেখানে তাঁকে একজন টেলিভিশন অ্যাঙ্করের ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা। এছাড়াও তাঁর আগামী ছবি 'ভুলভুলাইয়া টু'-র দিকেও তারিয়ে রয়েছেন দর্শকরা। অক্ষয় কুমারের জুতোয় পা গলিয়ে কীভাবে ছবিটিকে দর্শকদের কাছে আরও মনোগ্রাহী করে তুলতে পারেন কার্তিক আরিয়ান, সেটাই দেখার। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে কিয়ারা আডবাণী এবং তব্বুকে।